৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প তুরস্কে, ধূলিসাৎ বাড়িঘর, আফটারশকের ধাক্কা লাগছে এখনও

Turkey Earthquake: ইস্তানবুল, ইজ়মির সহ একাধিক পর্যটনকেন্দ্রে ভূমিকম্প অনুভূত হয়েছে। বালিকেসির প্রদেশে একাধিক বিল্ডিং ভেঙে পড়েছে। দেশের বাকি অংশেও ভূমিকম্পের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে।

৬.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প তুরস্কে, ধূলিসাৎ বাড়িঘর, আফটারশকের ধাক্কা লাগছে এখনও
তুরস্কে ভূমিকম্প।Image Credit source: X

|

Aug 11, 2025 | 6:33 AM

আঙ্কারা: ফের ভয়ঙ্কর ভূমিকম্প। পরপর কেঁপে উঠল তুরস্ক। রবিবার পশ্চিম তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প হয়। ইস্তানবুল সহ একাধিক জায়গায় জোরাল কম্পন অনুভূত হয়েছে। বেশ কিছু বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে বলেই জানা গিয়েছে।

তুরস্কের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, পশ্চিম তুরস্কের সিনদিরগি-তে ভয়াবহ ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। রবিবার সন্ধে ৭ টা ৫৩ মিনিট নাগাদ (ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৪টে ৫৩ মিনিট) কম্পন হয়। কয়েক মিনিট বাদেই ৪.৬ মাত্রার আফটারশক অনুভূত হয়।

ইস্তানবুল, ইজ়মির সহ একাধিক পর্যটনকেন্দ্রে ভূমিকম্প অনুভূত হয়েছে। বালিকেসির প্রদেশে একাধিক বিল্ডিং ভেঙে পড়েছে। দেশের বাকি অংশেও ভূমিকম্পের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। চলছে উদ্ধারকাজ। তবে প্রশাসনের তরফে এখনও ক্ষয়ক্ষতি এবং মৃত্যুর খবর জানানো হয়নি। অভ্যন্তরীণ মন্ত্রী আলি ইয়েরলিকায়া জানিয়েছেন, উদ্ধারকাজ শুরু হয়েছে। এখনও পর্যন্ত অনভিপ্রেত কোনও খবর মেলেনি।

প্রসঙ্গত, এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল তুরস্কে। ওই ভূমিকম্পে কমপক্ষে ৫৩ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।