স্মৃতিশক্তি হারাতে বসেছিলেন অস্ট্রেলিয়ার এক মহিলা। সর্বক্ষণ হতাশা ঘিরে থাকত তাঁকে। গা গুলিয়ে উঠত যখন তখন। থেকে থেকেই পেটে ব্যথা, রাত হলেই কাশি। পরিবারের লোকজন কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না কেন এমনটা হচ্ছে। এরপরই জানা গেল ওই মহিলার মাথায় একটি জ্যন্ত কৃমি রয়েছে। যা লম্বায় প্রায় ৮ সেন্টিমিটার। বিশেষজ্ঞরা বলছেন, অতীতে এমন ঘটনা বিশ্বের কোথাও দেখা যায়নি।
৬৪ বছরের ওই মহিলা নিউ সাউথ ওয়েলসে থাকেন। ২০২১ সালে প্রথমবার হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। ডায়ারিয়া, পেটে ব্যথা, শুকনো কাশি হচ্ছিল তাঁর। পরে বাড়ি ফিরে আসেন। তবে এক বছরের মধ্যে তাঁর শারীরিক অবস্থা আরও খারাপ হতে শুরু করে। ২০২২ সাল নাগাদ নতুন উপসর্গ দেখা যায় তাঁর শরীরে। অনেক কিছুই ভুলে যেতে শুরু করেন তিনি। হতাশা ঘিরে ধরতে থাকে তাঁকে।
ক্যানবেরা হাসপাতালের ক্লিনিকাল মাইক্রোবায়োলজির বিশেষজ্ঞ ও এএনইউ মেডিক্যাল স্কুলের অধ্যাপক করিনা কেনেডি বলেন, “ওনার প্রথমে পেটে ব্যথা ছিল। পরে শ্বাসকষ্ট শুরু হয়, সঙ্গে কাশি।” এরপরই ক্যানবেরা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। মস্তিষ্কের এমআরআই করা হয়। তাতেই ধরা পড়ে, তাঁর মাথায় কিলবিল করে ঘুরে বেড়াচ্ছে ৮ সেন্টিমিটার লম্বা একটি কৃমি। সার্জারি করা ছাড়া আর কোনও পথ ছিল না চিকিৎসকদের হাতে। এরপরই অস্ত্রোপচার করে তা বের করা হয়।