8 people died in accident: বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হল না, খালে গাড়ি পড়ে মৃত ৮

Rajib Khan | Edited By: সঞ্জয় পাইকার

Oct 10, 2024 | 4:06 PM

8 people died in accident: গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়লে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সঙ্গে পাওয়া আইডি কার্ড থেকে তাঁর পরিচয় জানা যায়। নিহত মোতালেব সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পিরোজপুর সদর থানার ওসি সোবাহান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ।

8 people died in accident: বেড়াতে গিয়ে আর বাড়ি ফেরা হল না, খালে গাড়ি পড়ে মৃত ৮
খালে গাড়ি পড়ে ৮ জনের মৃত্যু হয়েছে

Follow Us

ঢাকা: দুর্গাপুজোর ছুটিতে বেড়াতে গিয়েছিল দুটি পরিবার। কিন্তু, আর বাড়ি ফেরা হল না। খালে গাড়ি পড়ে মৃত্যু হল ৮ জনের। মৃতদের মধ্যে ৪ শিশুও রয়েছে। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বাংলাদেশের পিরোজপুর সদরে।

দুর্গাপুজোর ছুটি এবার এক সপ্তাহেরও বেশি। ছুটিতে দুই পরিবারের সবাই বেড়াতে গিয়েছিলেন বাংলাদেশের দক্ষিণে পটুয়াখালির কুয়াকাটায়। বঙ্গোপসাগরের তীর ঘেষা এই এলাকা থেকে সূর্য উদয় ও অস্ত যাওয়ার দৃশ্য উপভোগ করা যায়। ছুটি কাটিয়ে ফেরার পথে দুর্ঘটনায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। সেইসময় জোয়ার ছিল। পিরোজপুর-নাজিরপুর সড়কের নূরানি গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান জানান, দুই পরিবারের আট জনেরই মৃত্যু হয়েছে। একটি পরিবারের ৪ মৃতের নাম শাওন মৃধা (৩২), তাঁর স্ত্রী আমেনা বেগম (৩০), ছেলে আবদুল্লা (৩), অপর ছেলে শাহাদত (১০)। অন্য আর একটি পরিবারের মৃতদের নাম মোতালেব (৪৫), তাঁর স্ত্রী সাবিনা আক্তার (৩০), মেয়ে মুক্তা (১২) ও ছেলে সোয়াইব (২)।

নিহত শাওনের আত্মীয় মুরাদ জানান, শাওন দীর্ঘদিন ধরে ঢাকাতে গাড়ি চালাতেন। তাঁরা সবাই কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। ঢাকা ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। পিরোজপুর জেলা হাসপাতালের চিকিৎসক আসিফ হোসেন জানান, গভীর রাতে ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

এএসপি মুকিত হাসান খান জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়লে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে মোতালেব নামে একজনের সঙ্গে পাওয়া আইডি কার্ড থেকে তাঁর পরিচয় জানা যায়। নিহত মোতালেব সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। পিরোজপুর সদর থানার ওসি সোবাহান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। উদ্ধারকাজ শুরু করে। পরে ফায়ার সার্ভিস পুলিশ ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি আরও বলেন, ময়নাতদন্তের পর মৃতদেহগুলি পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

Next Article