Hajj-death: সৌদিতে মৃত ৯৮ ভারতীয়! অবশেষে হজ-মৃত্যু নিয়ে মুখ খুলল বিদেশ মন্ত্রক

Jun 21, 2024 | 7:28 PM

Hajj-death India: গত দুদিন ধরে মক্কায় হজ করতে গিয়ে শয়ে শয়ে মানুষের মৃত্যুর খবর আসছিল। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছিল। এর মধ্যে বহু ভারতীয় আছেন বলেও শোনা যাচ্ছিল। তবে, এই বিষয়ে মুখ খোলেনি বিদেশ মন্ত্রক। শুক্রবার মন্ত্রক জানালো, অন্তত ৯৮ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।

Hajj-death: সৌদিতে মৃত ৯৮ ভারতীয়! অবশেষে হজ-মৃত্যু নিয়ে মুখ খুলল বিদেশ মন্ত্রক
তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া এত হজযাত্রীকে সাহায্য করছে স্থানীয় কর্তৃপক্ষ
Image Credit source: AFP

Follow Us

মক্কা: অবশেষে, সৌদি আরবে হজ করতে গিয়ে ভারতীয়দের মৃত্যু নিয়ে বিবৃতি দিল বিদেশ মন্ত্রক। গত দুদিন ধরে মক্কায় হজ করতে গিয়ে শয়ে শয়ে মানুষের মৃত্যুর খবর আসছিল। বৃহস্পতিবার মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছিল। এর মধ্যে বহু ভারতীয় আছেন বলেও শোনা যাচ্ছিল। তবে, এই বিষয়ে মুখ খোলেনি বিদেশ মন্ত্রক। শুক্রবার মন্ত্রক জানালো, অন্তত ৯৮ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। মন্ত্রকের মুখপাত্র দাবি করেছেন, এই মৃত ভারতীয়দের অধিকাংশর মৃত্যু হয়েছে অতিরিক্ত তাপ এবং তীব্র তাপমাত্রার কারণ-জনিত অসুস্থতায়। এছাড়া, বাকি ভারতীয় নাগরিকদের মৃত্যু হয়েছে প্রাকৃতিক কারণে এবং বার্ধক্যজনিত কারণে। এছাড়া, পথ দুর্ঘটনাতেও মৃত্যু হয়েছে ৪ ভারতীয়র।

এদিন, বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “প্রতি বছর ভারত থেকে বিপুল সংখ্যক তীর্থযাত্রী হজে যান এবং দুর্ভাগ্যবশত তাদের মধ্যে অনেকেই হজের সময় মারাও যান। এই বছর, ১ লক্ষ ৭৫ হাজার ভারতীয় তীর্থযাত্রী হজ করতে মক্কায় গিয়েছেন। ৯ মে থেকে শুরু হয়েছে হজ, চলবে ২২ জুলাই পর্যন্ত। এখনও পর্যন্ত, ৯৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। প্রাকৃতিক কারণ, দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং বার্ধক্যজনিত কারণে তাঁদের মৃত্যু হয়েছে। আরাফাতের দিন ছয়জনের মৃত্যু হয়েছিল। দুর্ঘটনাজনিত কারণে চারজনের মৃত্যু হয়েছে। গত বছর, পুরো হজের মরসুমে মোট ১৮৭ জন ভারতীয়র মৃত্যু হয়েছিল।”

বৃহস্পতিবার, সৌদি আরবের বিদেশ মন্ত্রক জানিয়েছিল, মোট ১০টি দেশের ১,০৮১ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, সবথেকে বেশি মৃত্যু হয়েছে মিশরীয় নাগরিকদের। ৬৫৮ মিশরীয় নাগরিক মারা গিয়েছেন হজ করতে এসে। এছাড়া, মৃতদের তালিকায় আছেন ১৮৩ জন ইন্দোনেশিয়ার নাগরিক, ৬৮ জন জর্ডনের নাগরিক এবং ৫৮ জন পাকিস্তানি নাগরিকের। এছাড়া মালয়শিয়া, ইরান, সেনেগাল, তিউনিসিয়া, সুদান এবং ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের নাগরিকদেরও মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।

ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের মধ্যে একটি হল হজযাত্রা। সমস্ত মুসলমানকে সামর্থ্য থাকলে অন্তত একবার হজে যেতে হয়। হজের সময় নির্ধারিত হয় ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী। চন্দ্রতিথি অনুযায়ী এই ক্যালেন্ডার তৈরি হয়। এবার, সেই ক্যালেন্ডার মেনে হজ এমন এক সময়ে পড়েছে, যখন সৌদি আরবে ভয়ঙ্কর গরম চলছে। মক্কায় এই মুহূর্তে তাপমাত্রা যাচ্ছে ৪৯ ডিগ্রি সেলসিয়াস। যার জেরে, হাজার হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন। মক্কার বিভিন্ন হাসপাতালে এখন বহু মানুষের চিকিৎসা চলছে। তবে, অনেকেই হাসপাতাল পর্যন্ত পৌঁছতে পারেননি, মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাঁরা। বিপদ আরও বেড়েছে, সৌদি সরকারের অনুমতি ছাড়াই বহু হজযাত্রী মক্কায় আসায়। গরমের মধ্যে সরকারের পক্ষ থেকে হজযাত্রীদের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত জায়গা তৈরি করা হয়েছে। কিন্তু, সরকারি অনুমোদন যাদের নেই, তাদের সেই সব জায়গায় প্রবেশাধিকারও নেই। এই ধরনের হজযাত্রীদেরই গরমে মত্যুর ঝুঁকি বেশি থাকে।

Next Article