মানুষের যদি কোনও প্রিয় বন্ধু থাকে,তবে সে হল কুকুর। কারণ কুকুর অন্তত মানুষের সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করে না। এমনকী কুকুর এবং মানুষ একে অপরের জন্য তাদের জীবন উৎসর্গ করতে পারে। যে কোনও সমস্যায় পোষ্য কুকুর মানসিক ভাবে সমর্থন করে। ঠিক এই রকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখলে চোখ ভিজে যাবে আপনার।
সম্প্রতি, ভাইরাল একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি শিশু গিয়েছে দাঁতের চিকিৎসকের কাছে। তার সঙ্গে ছিল পোষ্য কুকুর। শিশুটি ভয় পাচ্ছে চিকিৎসকের হাতে থাকা ইঞ্জেকশন দেখে। তবে তাঁকে যোগ্য সঙ্গ দিচ্ছে পোষ্যটি।
That’s why dogs are the best friends! 💕
Emotional support for children going to the dentist.pic.twitter.com/Ht5YtfI5kR
— Figen (@TheFigen_) January 29, 2024
দেখা যাচ্ছে, শিশুটি তার হাত দিয়ে কুকুরের কানে আদর করছে। ক্রমাগত তাঁর কান নাড়িয়ে যাচ্ছে। অথচ সারমেয়টি কিছুই করছে না। কোলে মাথা রেখে চোখ বন্ধ করে শুয়ে আছে। যা দেখে বোঝা যাচ্ছে শিশুটি পোষ্যকে পাশে পেয়ে স্বস্তি অনুভব করছে।