Inflation in Pakistan: মূল্যবৃদ্ধিতে জেরবার পাকিস্তানে স্যান্ডইউচের আকার নামল ৩ ইঞ্চিতে
Inflation in Pakistan: এদের সংস্থায় মূলত ৬ ইঞ্চি ও ১২ ইঞ্চির স্যান্ডইউচ পাওয়া যেত এতদিন পর্যন্ত। এবার প্রথম তারা আনল ৩ ইঞ্চির স্যান্ডউইচ।

পাকিস্তান: অর্থনৈতিকভাবে পাকিস্তান এমনই ধাক্কা খেয়েছে যে মূল্যবৃদ্ধি আক্ষরিক অর্থেই আকাশ ছুঁয়েছে। সাধারণ পেট ভরানোর খাবারটুকুর জন্যও হিমশিম খেতে হচ্ছে পাকিস্তানে নাগরিকদের। সেই মূল্যবৃদ্ধির সঙ্গে পাল্লা দিতে দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে খাবারের পরিমানও কমাতে শুরু করেছে রেস্তোরাঁ বা ফুড চেনগুলো। এরই মধ্যে এক নতুন কৌশল নিয়ে জনপ্রিয় এক মার্কিন ফুড চেন সংস্থা। দাম যখন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে গিয়েছে, তখন তারা আকারে ছোট করে দিল তাদের জনপ্রিয় স্যান্ডউইচ। খাবারের মান একই থাকলে আকারে প্রায় অর্ধেক করে দেওয়া হয়েছে স্যান্ডউইচগুলিকে।
এই সংস্থার আউটলেট রয়েছে ভারত সহ বিভিন্ন দেশে। এদের সংস্থায় মূলত ৬ ইঞ্চি ও ১২ ইঞ্চির স্যান্ডইউচ পাওয়া যেত এতদিন পর্যন্ত। এবার প্রথম তারা আনল ৩ ইঞ্চির স্যান্ডউইচ। পাকিস্তানের মূল্যবৃদ্ধির এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংস্থার কর্তা।
পাকিস্তানের মূল্যবৃদ্ধির হার বাড়ছে এই নিয়ে টানা তিন মাস। সাধারণ মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতেই হয়রান হয়ে যাচ্ছেন। শুধু ওই বিদেশি ফুড চেনই নয়, পাকিস্তানের সব রেস্তোরাঁই দাম বাড়ানোর পাশাপাশি পরিমানও কমিয়ে দিয়েছে। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের তরফ থেকে বড় অঙ্কের ঋণও নিয়েছে পাকিস্তান। ইতিমধ্যেই পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম পার করেছে ৩০০ টাকা। পাকিস্তানি মুদ্রার দাম হু হু করে কমেছে গত তিন মাসে। এবার আকারেও কমল স্যান্ডউইচ।
