বার্লিন: যৌনতা প্রত্যেক মানুষের জীবনেরই এক গোপন বিষয়। যৌন গোপনীয়তার মান আরও উন্নত করতে এক যুগান্তকারী পদক্ষেপ করল ‘বিলি বয়’ সংস্থা। এই জার্মান যৌন স্বাস্থ্য ব্র্যান্ডের নবতম উদ্ভাবন, ‘ক্যামডম’ (CAMDOM)। যাকে বলা হচ্ছে ‘ডিজিটাল কন্ডোম’। তবে, সাধারণ কন্ডোমের থেকে এটা অনেকটাই আলাদা। তবে, কন্ডোম যেমন সুরক্ষিত যৌনতা নিশ্চিত করে, তেমনই ‘ক্যামডম’-ও যৌন গোপনীয়তা রক্ষা করাটা নিশ্চিত করে। আসলে, বর্তমান সময়ে, যৌন গোপনীয়তা রক্ষা করা এক দুরূহ বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রত্যেকেরই হাতে রয়েছে স্মার্টফোন ক্যামেরা। অনেকেই, তাঁদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি-ভিডিয়ো রেকর্ড করেন। অনেক ক্ষেত্রে গোপন মুহূর্তের ছবি-ভিডিয়ো রেকর্ড করার ক্ষেত্রে দুই জনেরই সম্মতি থাকে। আবার অনেক ক্ষেত্রে কারও অজান্তেই তাদের অন্তরঙ্গতা রেকর্ড হয়ে যায় অন্য কারও মোবাইল ক্যামেরায়। এই অসম্মতি সত্ত্বেও গোপন মুহূর্ত রেকর্ড হওয়াই থামায় ‘ক্যামডম’।
আদতে এটি একটি অ্যাপ বা মোবাইল অ্যাপ্লিকেশন। অন্তরঙ্গ মুহুর্তের সময় অসম্মতিমূলক রেকর্ডিংয়ের মোকাবিলা করার জন্যই এই অ্যাপ নকশা করা হয়েছে। সঙ্গমের সময় স্মার্টফোনগুলিকে অডিয়ো বা ভিডিয়ো রেকর্ড করা থেকে বিরত রাখে এই অ্যাপ। ফলে, ক্যামডম ব্যবহারকারীদের অনুমতি ছাড়া কেউ তাদের সঙ্গমদৃশ্য রেকর্ড করতে পারবে না। ফলে, নিরাপদে এবং সম্পূর্ণ মানসিক শান্তিতে যৌনতা চালিয়ে যেতে পারবেন ব্যবহারকারীরা। এখানেই শেষ নয়, এতে সুরক্ষার আরও একটি স্তর দেওয়া হয়েছে। কেউ যদি ক্যামডমের নিরাপত্তাকে বাইপাস করার চেষ্টা করে, তাহলেও এই অ্যাপ তা শনাক্ত করে ব্যবহারকারীদের সতর্ক করে দেয়।
বর্তমান সময়ে একটি শব্দবন্ধ অত্যন্ত আলোচিত হচ্ছে – রিভেঞ্জ পর্ন। অনেক ক্ষেত্রে, প্রেম ভেঙে গেলে মন ভাঙা প্রেমিক বা প্রেমিকা, তাদের প্রাক্তনের উপর প্রতিশোধ নিতে অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য, বা প্রাক্তনের নগ্ন ছবি ফাঁস করে দেয়। নির্মাতাদের দাবি, এই ধরনের অপরাধের মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে ক্য়ামডম অ্যাপ। ইতিমধ্যে ৩০টিরও বেশি দেশে জনপ্রিয়তা অর্জন করেছে এই অ্যাপ। এখনও শুধুমাত্র অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেই রয়েছে অ্যাপটি, তবে শীঘ্রই অ্যাপলের আইওএস-এও পাওয়া যাবে ক্যামডম।
ক্যামডমের ট্যাগলাইন হল, “এটি বাস্তব কন্ডোম ব্যবহার করার মতোই সহজ”। অ্যাপটির ডেভেলপার, ফেলিপ আলমেদা বলেছেন, “আজকাল, স্মার্টফোনগুলি আমাদের শরীরের সম্প্রসারিত অঙ্গ হয়ে উঠেছে। আমরা সেগুলিতে প্রচুর সংবেদনশীল তথ্য সংরক্ষণ করি। আপনাকে অসম্মতিমূলক সামগ্রীর রেকর্ডিং থেকে রক্ষা করতে, প্রথম অ্যাপটি তৈরি করেছি আমরা। ব্লুটুথের মাধ্যমে এটি আপনার সঙ্গীর ক্যামেরা এবং মাইক ব্লক করতে পারে।”