Fake Passport: হাঁটুর বয়সি বয়ফ্রেন্ড! প্রেমিকের থেকে বয়স লুকোতে গিয়ে যাচ্ছেতাই কাণ্ড

Fake Passport: ৪১ বছর বয়সি ওই মহিলা, বয়স ভাঁড়িয়ে জাল পাসপোর্ট বানিয়েছিলেন। ওই ভুয়ো পাসপোর্টে মাঝ বয়সি মহিলা হয়ে গিয়েছেন বছর সাতাশের যুবতী। জন্মসাল ১৯৮২। আর ভুয়ো পাসপোর্টে সেটা হয়ে গিয়েছে ১৯৯৬। একেবারে ১৪ বছর কমিয়ে ফেলেছেন। ভাবুন কাণ্ড!

Fake Passport: হাঁটুর বয়সি বয়ফ্রেন্ড! প্রেমিকের থেকে বয়স লুকোতে গিয়ে যাচ্ছেতাই কাণ্ড
প্রতীকী ছবিImage Credit source: Pixabay and Facebook

| Edited By: Soumya Saha

Dec 05, 2023 | 11:38 PM

বেজিং: জাল পাসপোর্ট বানিয়ে ফ্যাসাদে চিনা মহিলা। নাহ, কোনও অপরাধমূলক কাজের জন্য নয়। শুধুমাত্র বয়ফ্রেন্ডের থেকে নিজের আসল বয়স লুকাতে চেয়েছিলেন। আর সে জন্যই ৪১ বছর বয়সি ওই মহিলা, বয়স ভাঁড়িয়ে জাল পাসপোর্ট বানিয়েছিলেন। ওই ভুয়ো পাসপোর্টে মাঝ বয়সি মহিলা হয়ে গিয়েছেন বছর সাতাশের যুবতী। জন্মসাল ১৯৮২। আর ভুয়ো পাসপোর্টে সেটা হয়ে গিয়েছে ১৯৯৬। একেবারে ১৪ বছর কমিয়ে ফেলেছেন। ভাবুন কাণ্ড! শুধু বয়ফ্রেন্ডের থেকে বয়স লুকানোর জন্য এত কিছু! গ্যাঁটের কড়িও কম খরচ হয়নি। বয়স ভাঁড়িয়ে জাল পাসপোর্ট বানাতে তাঁকে খরচ করতে হয়েছে ৯০০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ৭৬ হাজার টাকা।

বেজিং বিমানবন্দরে ঢোকার সময় আজ নিরাপত্তারক্ষীদের কাছে ধরা পড়ে যান ওই মহিলা। বয়ফ্রেন্ডের সঙ্গে জাপানে ঘুরতে যাওয়ার জন্য বিমানবন্দরে ঢোকার সময় নিজের ওই জাল পাসপোর্ট নিরাপত্তারক্ষীদের দেখান তিনি। সেই পাসপোর্ট দেখে সন্দেহ হয় কর্তব্যরত অফিসারের। বয়সের ফারাক যে অনেকটা। সন্দেহ হওয়ায় অন্য কোনও পরিচয়পত্র দেখতে চান ওই নিরাপত্তারক্ষী। তাতে কিছুটা ঘাবড়ে যান ওই মহিলা। অফিসারের থেকে কেড়ে নেন নিজের ওই পাসপোর্ট। এরপর বয়ফ্রেন্ডকে এগিয়ে যেতে বলে অফিসারকে আলাদা করে পাশে ডাকেন।

বয়ফ্রেন্ড এগিয়ে যেতেই বিমানবন্দরের অফিসারের কাছে ভেঙে পড়েন মহিলা। জানান, তাঁর দু’টি পাসপোর্ট রয়েছে। একটি আসল, অন্যটি নকল। তাঁর বয়ফ্রেন্ডের বয়স ২৪ বছর। বয়সে মহিলার থেকে ১৭ বছরের ছোট। বয়ফ্রেন্ড তাঁর আসল বয়স জানতে পারলে, সম্পর্ক ভেঙে যেতে পারে, সেই আশঙ্কায় জাল পাসপোর্ট বানিয়ে ফেলেছেন তিনি। মহিলা এও জানান, যে তিনি শুধু নিজের বয়সটাই বদল করেছেন ওই জাল পাসপোর্টে। ঘটনায় মোটা অঙ্কের জরিমানাও করা হয় মহিলার। তিন হাজার ইউয়ান (ভারতীয় মুদ্রায় ৩৫ হাজার টাকারও বেশি) জরিমানা দিয়ে শেষ পর্যন্ত এ যাত্রায় ছাড়া পান তিনি। তবে বাজেয়াপ্ত করা হয়েছে মহিলার ওই জাল পাসপোর্ট।