Tanzania: ৪৩ জন যাত্রী নিয়ে হ্রদের জলে ভেঙে পড়ল একটি বিমান

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 06, 2022 | 4:06 PM

তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় বেশ কয়েকজন যাত্রী-সহ ভেঙে পড়ল একটি বিমান। বিমানযাত্রীদের উদ্ধারকাজ চলছে।

Tanzania: ৪৩ জন যাত্রী নিয়ে হ্রদের জলে ভেঙে পড়ল একটি বিমান
ভিক্টোরিয়া হ্রদে ডুবতে বসেছে বিমানটি

Follow Us

দার এস সালাম: রবিবার ভোরে, তানজানিয়ার লেক ভিক্টোরিয়ায় বেশ কয়েকজন যাত্রী-সহ ভেঙে পড়ল একটি বিমান। সেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর বুকোবাতে অবতরণ করার কথা ছিল বিমানটির। অবতরণের নির্ধারিত সময়ের একটু আগেই খারাপ আবহাওয়ার কারণে বিমানটি ভেঙে পড়ে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তারা আরও জানিয়েছে, বিমানযাত্রীদের উদ্ধারকাজ চলছে। হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। বুকোবা বিমানবন্দরে আঞ্চলিক পুলিশের কমান্ডার বলেছেন, “প্রিসিশন এয়ারের একটি বিমান দুর্ঘটনার মুখে পড়েছ। বিমানবন্দর থেকে মাত্র ১০০ মিটার দূরে জলে পড়েছে বিমানটি।”

সূত্রের খবর, তানজানিয়ার অর্থনৈতিক রাজধানী দার এস সালাম থেকে কাগেরা অঞ্চলের বুকোবাতে যাচ্ছিল বিমানটি। বিমানটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। এছাড়া, দুজন পাইলট এবং দুজন কেবিন ক্রু ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গিয়েছে, বিমানটি হ্রদের জলে প্রায় ডুবে গিয়েছে। তারমধ্যেই উদ্ধারকারীরা যাত্রীদের উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসছেন। পাশাপাশি, জরুরি পরিষেবা কর্মীরা ক্রেনের সাহায্যে দড়ি দিয়ে বিমানটিকে জল থেকে তোলার চেষ্টা করছেন।


আঞ্চলিক পুলিশ কমিশনার আলবার্ট চালামিলা বলেছেন, “ইতিমধ্যেই ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের রেফারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। উদ্ধার অভিযান এখনও চলছে এবং আমরা পাইলটদের সঙ্গে যোগাযোগ করছি। এই বিষয়ে বিস্তারিত তথ্য পরে ভাগ করে নেওয়া হবে।” প্রসঙ্গত, তানজানিয়ার বৃহত্তম বেসরকারি বিমান সংস্থা হল প্রিসিশন এয়ার। দুর্ঘটনার খবর জানিয়ে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। আরও তথ্য ২ ঘন্টার মধ্যে প্রকাশ করা হবে।”

তালজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। টুইট করে তিনি বলেছেন, “আসুন যতক্ষণ উদ্ধার অভিযান চলছে, আমরা ততক্ষণ শান্ত থাকি। আমরা ঈশ্বরের কাছে সাহায্যের জন্য প্রার্থনা করি।” বছর পাঁচেক আগে, উত্তর তানজানিয়ায় সাফারি সংস্থা কোস্টাল এভিয়েশনের একটি বিমান ভেঙে পড়ে ১১ জনের মৃত্যু হয়েছিল। তারপর, এদিন আবার সেই দেশের একটি বিমান দুর্ঘটনার মুখে পড়ল।

 

 

Next Article