নাবালককে ‘ধর্ষণ’ করে মা হতে চলেছেন ২৩ বছরের তরুণী
১৪ বছরের নাবালককে ধর্ষণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ বার সেই মহিলাই নাবালকের সন্তানের মা হতে চলেছেন।
এক বছর আগে ১৪ বছরের নাবালককে ধর্ষণের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এ বার সেই মহিলাই নাবালকের সন্তানের মা হতে চলেছেন। ঘটনাটি ঘটেছে আমেরিকার আরকানাসে। সে দেশের একটি সংবাদ মাধ্য়মে প্রকাশিত খবর অনুযায়ী, ব্রিটিনি গ্রে নামে এক মহিলাকে ১৪ বছরের একটি নাবালকের সঙ্গে যৌনমিলন করতে দেখেন এক ব্যক্তি।
তিনিই জানিয়েছেন ব্রিটিন গ্রের মা হওয়ার কথা। ওই সাক্ষীর বয়ান অনুযায়ী আমেরিকার ওই তরুণীর গর্ভে রয়েছে নাবালকের সন্তান। এরপর ধর্ষণের অভিযোগে ব্রিটিনিকে গ্রেফতারও করেছে পুলিশ। কিন্তু পয়লা মার্চ তাঁকে পুলিশ গ্রেফতার করার পর বৃহস্পতিবার ৫ হাজার ডলারের (ভারতীয় মুদ্রায় ৩ লক্ষ ৬৬ হাজার টাকা) বন্ডে জামিন পেয়ে গিয়েছেন ব্রিটিনি।
ধর্ষণের দায়ে অভিযুক্ত ব্রিটিনির বয়স ২৩। ৫ হাজার ডলারের বন্ডে জামিন পেলেও সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২৩ এপ্রিল তাঁকে ফের হাজিরা দিতে হবে। যে ব্যক্তি পুলিশকে ব্রিটিনির সঙ্গে ওই নাবালকের যৌনমিলনের কথা জানিয়েছিলেন, তিনি এ-ও জানিয়েছেন, প্রায় ২ বছর ধরে ওই নাবালকের সঙ্গে যৌন সম্পর্ক ছিল ২৩ বছরের এই মার্কিন তরুণীর।
আরও পড়ুন: বিরোধী শূন্য আস্থা ভোটে কাপ্তান ইমরানের জয়