আবু ধাবি: বুধবার (১৪ ফেব্রুয়ারি), সংযুক্ত আরব আমিরশাহির আবুদাবিতে, প্রথম হিন্দু পাথরের মন্দিরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুবাই-আবু ধাবি শেখ জায়েদ হাইওয়ের পাশে আল রাহবার আবু মুরেখাহতে, ১৭ একর জায়গায় উপর নির্মাণ করা হয়েছে এই রাম মন্দিরের। মন্দিরটি তৈরি করেছে বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা। এই মন্দিরকে বলা হচ্ছে এক স্থাপত্য বিস্ময়। আবু ধাবিতে তৈরি হলেও, এই মন্দিরের পরতে পরতে রয়েছে ভারতীয় ছোঁয়া।
মন্দিরটি নির্মাণ করা হয়েছে, রাজস্থান থেকে আনা গোলাপি বেলেপাথরে। ভারত থেকে পাথরগুলি পরিবহনের জন্য যে কাঠের বাক্স এবং ট্রাঙ্কগুলি ব্যবহার করা হয়েছিল, সেগুলিকে কাজে লাগানো হয়েছে মন্দিরের আসবাবপত্র তৈরিতে। মন্দিরের দুই পাশ দিয়ে বইছে দুটি জলের ধারা। তার একটি গঙ্গার এবং অপরটিতে রয়েছে যমুনা নদীর পবিত্র জল। ভারত থেকে বিশাল পাত্রে এই দুই নদীর জল আনা হয়েছিল। প্রতীকীভাবে এই দুই জলের ধারা গঙ্গা এবং যমুনা নদীর প্রতিনিধিত্ব করছে। আর একটি আলোর রশ্মিকে মন্দিরের কাঠামো থেকে ফেলা হবে ওই দুই জলের ধারা যেখানে মিশছে সেখানে। এই আলোক রশ্মি হবে অন্তঃসলিলা সরস্বতী নদীর প্রতিনিধি। তিনে মিলে গঠিত হবে ‘ত্রিবেণী’ সঙ্গম।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গঙ্গার জল যেখানে প্রবাহিত হচ্ছে, তার পাশে একটি ঘাটের মতো অ্যাম্ফিথিয়েটার তৈরি করা হয়েছে। এটিকে বারাণসীর ঘাটের মতো করে তৈরি করা হয়েছে। মন্দির কর্তৃপক্ষের মতে, এই ঘাটে বসে দর্শনার্থীরা সময় কাটাতে পারবেন, ধ্যান করতে পারবেন। মনে মনে ভারতে ফিরে যেতে পারবেন।
মন্দিরের সামনের অংশে বেলেপাথরের উপর খোদাই করে সূক্ষ্ম হাতের কাজের পরিচয় দিয়েছেন রাজস্থান এবং গুজরাটের দক্ষ কারিগররা। ২৫,০০০-এরও বেশি পাথরের টুকরো দিয়ে এটি তৈরি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, মন্দিরটি নির্মাণের জন্য উত্তর রাজস্থান থেকে ৭০০টিরও বেশি কন্টেইনারে করে দুই লক্ষ ঘনফুটের বেশি পাথর আনা হয়েছে। ভারত থেকে গোলাপি বেলেপাথরগুলি প্রাথমিক খোদাই করে পাঠান ভারতীয় টি ভাস্কররা। আবুধাবিতেআসার পর পাথরগুলি খোলা হয়। তারপর স্থানীয় কারিগররা তার উপর নকশাগুলিকে চূড়ান্ত রূপ দিয়েছেন। প্রার্থনা ঘর, ক্যাফেটেরিয়া, কমিউনিটি সেন্টার ইত্যাদি-সহ মন্দিরের ভিতরে প্রচুর আসবাবপত্র রয়েছে। এগুলির সবই পাথর পরিবহণের জন্য ব্যবহৃত বাক্স এবং ট্রাঙ্কগুলির কাঠ ব্যবহার করে তৈরি করা হয়েছে।
২০১৯ সালে এই মন্দির তৈরির কাজ শুরু হয়েছিল। মন্দিরটির জন্য জমি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহির সরকার। সংযুক্ত আরব আমিরশাহিতে আরও তিনটি হিন্দু মন্দির রয়েছে। প্রত্যেকটিই অবশ্য দুবাইয়ে অবস্থিত। আবুধাবির এই রাম মন্দিরটি আরব উপসাগরীয় অঞ্চলের সবথেকে বড় হিন্দু মন্দির।