PM Modi: সৌদি আরবের আকাশসীমায় মোদীকে বিশেষ অভ্যর্থনা, ‘এ ওয়াতন’ গানে জেড্ডায় স্বাগত নমোকে

PM Modi: ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার সৌদি আরবে পা রাখলেন মোদী। এর আগে ২০১৬ এবং ২০১৯ সালে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার মোদীর বিমান সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করতেই প্রধানমন্ত্রীর বিমানের দু'ধারে দেখা যায় সৌদি বায়ুসেনার বেশ কয়েকটি এফ-১৫ যুদ্ধবিমান।

PM Modi: সৌদি আরবের আকাশসীমায় মোদীকে বিশেষ অভ্যর্থনা, এ ওয়াতন গানে জেড্ডায় স্বাগত নমোকে
জেড্ডায় নরেন্দ্র মোদীকে স্বাগত প্রবাসী ভারতীয়দেরImage Credit source: ANI

Apr 23, 2025 | 1:21 PM

জেড্ডা: ২ দিনের সফরে মঙ্গলবার সৌদি আরবে পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাঁকে বিশেষ অভ্যর্থনা জানানো হয়। একদিকে, প্রধানমন্ত্রীর বিমান সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করতেই সৌদির বায়ুসেনার বিমান তাঁকে অভ্যর্থনা জানায়। আবার জেড্ডায় পা রাখার পর প্রবাসী ভারতীয়রা তাঁকে গান-নাচের মাধ্যমে অভ্যর্থনা জানান।

২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর এই নিয়ে তৃতীয়বার সৌদি আরবে পা রাখলেন মোদী। এর আগে ২০১৬ এবং ২০১৯ সালে সৌদি আরবে গিয়েছিলেন তিনি। মঙ্গলবার মোদীর বিমান সৌদি আরবের আকাশসীমায় প্রবেশ করতেই প্রধানমন্ত্রীর বিমানের দু’ধারে দেখা যায় সৌদি বায়ুসেনার বেশ কয়েকটি এফ-১৫ যুদ্ধবিমান।

সৌদি আরবে এর আগে ২ বার গেলেও এই প্রথম জেড্ডায় পা রাখলেন মোদী। ৪০ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী হিসেবে জেড্ডায় যান তিনি। তাঁকে সেখানে ২১টি গান স্যালুট দিয়ে অভ্যর্থনা জানানো হয়।

জেড্ডায় মোদীকে স্বাগত জানিয়ে নৃত্য পরিবেশন প্রবাসী মহিলাদের

জেড্ডায় প্রবাসী ভারতীয়দের সঙ্গে খোশমেজাজে দেখা যায় প্রধানমন্ত্রীকে। প্রবাসী ভারতীয়রা মোদীকে গান গেয়েও শোনান। ‘রাজি’ সিনেমার ‘এ ওয়াতন’ গান গেয়ে মোদীকে স্বাগত জানান। মোদীর সামনে নৃত্য পরিবেশন করেন প্রবাসী ভারতীয় মহিলারা।

সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের আমন্ত্রণেই ২ দিনের সফরে গতকাল সৌদি আরবে পৌঁছন মোদী। তবে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলার পরই সফর কাটছাঁট করে দেশে ফেরার সিদ্ধান্ত নেন মোদী। বুধবার সকালে নয়াদিল্লি বিমানবন্দরের মাটি স্পর্শ করে মোদীর বিমান।