ভিন দেশের বিমানে উঠে পড়েছিলেন গর্ভবতী আফগান মহিলা, মাঝ আকাশে শুরু হল প্রসব যন্ত্রণা! তারপর…

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Aug 22, 2021 | 7:34 PM

এদিকে বিমান যখন প্রায় ৮ হাজার ৫৩৪ মিটার উপরে উড়ছে তখনই হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হয় তাঁর। বিমানের ভিতরেই ছটফট করতে থাকেন তিনি।

ভিন দেশের বিমানে উঠে পড়েছিলেন গর্ভবতী আফগান মহিলা, মাঝ আকাশে শুরু হল প্রসব যন্ত্রণা! তারপর...
প্রতীকী চিত্র।

Follow Us

কাবুল: তখ্তে বসতে হবে যে হেন প্রকারে। মুলুকে চলবে তাদেরই জোর জুলুম। ক্ষমতার এই লোভ কখনও লহমায় কেড়ে নেয় মনুষ্যত্ব বোধকে। এই মুহূর্তে আফগানিস্তানের ছবিটা সে কথাই মনে করাচ্ছে। এক টুকরো জমি, একটা দেশের জন্য যুদ্ধ, দখলদারি। অথচ এই দখলের খেলায় অনিশ্চিত হচ্ছে নিরপরাধ জীবনগুলি। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এরকমই এক খবর। তালিবানের রক্তচক্ষুকে বাঁচাতে গর্ভের সন্তানকে নিয়ে আফগানিস্তান ছাড়েন এক মহিলা। এদিকে তাঁর প্রসবের দিনক্ষণও দোরগোড়ায় ছিল। আমেরিকার সেনা-বিমানে তাঁর ঠাঁই হয়। বিমান যখন মাঝআকাশে তখন শুরু হয় অসম্ভব প্রসব যন্ত্রণা। এরপর বিমান নামানো হয় জার্মানির মাটিতে। সেখানেই জন্ম নেয় আফগানিস্তানের আগামী। যে শিশু তালিবান-রাজত্বে দেশছাড়া, ঘরছাড়া। জন্মেই যার কপালে উদ্বাস্তুর তকমা।

রবিবার একটি টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। যেখানে আমেরিকার বায়ুসেনার তরফে জানানো হয়, C-17 ট্রান্সপোর্ট এয়ারক্রাফ্টে এক সন্তানসম্ভবা মহিলাকে তোলা হয়। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত ঘাবড়ে যান তিনি। এদিকে শরীরের ভিতর যে বাড়ছে, যার পৃথিবীর আলো দেখা শুধু সময়ের অপেক্ষা, তাকে কোনও ভাবেই অনিশ্চয়তার মধ্যে ফেলতে চাননি ওই প্রসূতি। এরপরই তিনি ঠিক করেন বাকিদের মতো দেশ ছেড়ে পালাবেন। উঠে পড়েন মার্কিন মুলুকের বিমানটিতে।

এদিকে বিমান যখন প্রায় ৮ হাজার ৫৩৪ মিটার উপরে উড়ছে তখনই হঠাৎ প্রসব যন্ত্রণা শুরু হয় তাঁর। বিমানের ভিতরেই ছটফট করতে থাকেন তিনি। সে তল্লাটে চেনা মুখ নেই একটিও। আরও ঘাবড়ে যান ওই মহিলা। যন্ত্রণাও বাড়তে থাকে। অচেনা মুখগুলো এগিয়ে আসে। ভয়ে যন্ত্রণায় কুঁকড়ে যেতে থাকেন তিনি। বিমান কর্মীরা যথা সম্ভব সাহস জুগিয়ে যান ওই মহিলাকে। এরপরই জার্মানির রেমস্টেন বেস গ্রাউন্ডে বিমানটির অবতরণ হয়।

বায়ুসেনার স্বাস্থ্যকর্মীরা সবরকম পরিষেবা নিয়ে হাজির হয় সেখানে। স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয় ওই প্রসূতিকে। কার্গো বে-তে জন্ম হয় ফুটফুটে এক আফগানি শিশু কন্যার। এরপর মা ও শিশুকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আপাতত দু’জনই সুস্থ আছে। আপাতত আফগানিস্তান থেকে যাওয়া বিমানগুলি নামানো হচ্ছে রেমস্টেন এয়ার বেসে। সেখানে শনিবার পর্যন্ত ৫ হাজার মানুষের থাকার ব্যবস্থা করা হয়েছিল। রবিবার তা বাড়িয়ে সাড়ে ৭ হাজার করা হয়েছে। আরও পড়ুন: তালিবানের নজরে এবার বাংলাও! টার্গেট ‘ফিক্স’ করে এগোচ্ছে সে পথেই

Next Article