Afghanistan Women: অর্ধমৃত মহিলাও ‘অস্পৃশ্য’! ধ্বংসস্তূপে চাপা পড়া মহিলাদের দেখেও ছুঁল না উদ্ধারকারী দল

Afghanistan Earthquake: মহিলা উদ্ধারকারী দল নেই, তাই আফগানিস্তানে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা মহিলাদের উদ্ধার করাও যাচ্ছে না। তাদের আর্তনাদ শুনেও কান বন্ধ রাখতে হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মহিলাদের যদি মৃত্যুও হয়, তাহলেও কিছু করা যাচ্ছে না।

Afghanistan Women: অর্ধমৃত মহিলাও অস্পৃশ্য! ধ্বংসস্তূপে চাপা পড়া মহিলাদের দেখেও ছুঁল না উদ্ধারকারী দল
আফগানিস্তানে ভূমিকম্পের পর চলছে উদ্ধারকাজ।Image Credit source: PTI

|

Sep 06, 2025 | 3:19 PM

কাবুল: তালিবান আছে তালিবানি যুগেই। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও তারা শরিয়া আইনে অনড়। মহিলাদের সমস্ত অধিকার কেড়ে নেওয়া হয়েছে। তালিবানি আইন যে কতটা কঠোর, তার প্রমাণ আবারও মিলল ভূমিকম্পের পর। রবিবারের ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে ২২০০ নাগরিকের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে রয়েছেন এখনও অনেকে। সেই ধ্বংসস্তূপের নীচ থেকে আফগান পুরুষদের উদ্ধার করা হলেও, মহিলাদের বের করা হচ্ছে না! কেন জানেন? উদ্ধারকারীরা নিজেরাই দ্বিধায় রয়েছেন যে অন্যদের বাঁচাবেন নাকি নিজেদের। কারণ তালিবানি নিয়মে যে মহিলাদের স্পর্শ করা নিষেধ! 

মহিলা উদ্ধারকারী দল নেই, তাই আফগানিস্তানে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা মহিলাদের উদ্ধার করাও যাচ্ছে না। তাদের আর্তনাদ শুনেও কান বন্ধ রাখতে হচ্ছে। ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে মহিলাদের যদি মৃত্যুও হয়, তাহলেও কিছু করা যাচ্ছে না। একমাত্র যদি মৃত মহিলাদের পোশাক ঢিলেঢালা হয়, তবেই তাদের পোশাক টেনে দেহগুলিকে বের করা হচ্ছে। মৃত্যুর পরও তাদের কোনওভাবে সরাসরি ত্বক স্পর্শ করা যাবে না। যদি কেউ মহিলাদের স্পর্শ করেন, তাহলে তালিবান উদ্ধারকারীদের হাত কেটে নেবে।

দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, তালিবানের কঠোর শরিয়া আইনের কারণে উদ্ধারকাজ ধাক্কা খাচ্ছে। একের পর এক উদ্ধারকারী দল পৌঁছলেও, তারা দেখেও দেখতে পারছেন না মহিলাদের। বিবি আয়েষা কুনার প্রদেশে বাসিন্দা। ভূমিকম্পে তাঁর বাড়িঘর গুঁড়িয়ে গিয়েছে। ৩৬ ঘণ্টা তিনি ধ্বংসস্তূপের নীচেই চাপা পড়েছিলেন। দেড়দিন অপেক্ষা করার পর তিনি প্রথম মহিলা উদ্ধারকারীর দেখা পান। তারপরই তাকে উদ্ধার করা হয়। এই দেড়দিন তাঁকে কেউ সাহায্য করতে আসেননি, এমনকী চাপা পড়া অবস্থায় দেখেও ধারেকাছে ঘেষেননি।

যদি কোনও পুরুষ আত্মীয় না থাকে, তাহলে মৃত মহিলাদের দেহও স্পর্শ করা হচ্ছে না।  পরনে ঢিলেঢালা পোশাক থাকলে, তাদের টেনে আনা হচ্ছে পোশাক ধরেই।

আফগান সরকারের প্রকাশিত তথ্য অনুযায়ী, গত রবিবার ৬ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে ২২০০ মানুষের মৃত্যু হয়েছে। আহত ৩৬০০-রও বেশি। বৃহস্পতিবার ফের ৫.৬ মাত্রার আফটারশক হয়। তবে এই বিপর্যয়ের মুহূর্তেও নারী-পুরুষের ভেদাভেদ মোছা গেল না।