ফাইজ়ারের টিকা নেওয়ার পর অ্যালার্জির সমস্যা, চিন্তায় পড়েছেন গবেষকরা!

সুমন মহাপাত্র |

Dec 17, 2020 | 1:36 PM

সে দেশের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিষেধক নেওয়ার পর অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছিল আলাস্কার এক স্বাস্থ্যকর্মীর শরীরে।

ফাইজ়ারের টিকা নেওয়ার পর অ্যালার্জির সমস্যা, চিন্তায় পড়েছেন গবেষকরা!
ফাইল চিত্র

Follow Us

আলাস্কা: ফাইজ়ার জানিয়েছিল, তাদের করোনা প্রতিষেধক নিলে তেমন কোনও পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। কিন্তু ভ্যাকসিন নেওয়ার পর অ্যালার্জি সংক্রান্ত সমস্যার খবর আগেই এসেছে ব্রিটেন থেকে। এবার সে খবর মিলল মার্কিন মুলুক থেকেও। ফাইজ়ার (Pfizer) ভ্যাকসিন নেওয়ার কয়েক মিনিটের মধ্যেই অ্যালার্জি সংক্রান্ত পার্শ্ব প্রতিক্রিয়ার খবর মিলেছে।

সে দেশের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রতিষেধক নেওয়ার পর অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছিল আলাস্কার এক স্বাস্থ্যকর্মীর শরীরে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ। এর আগে ব্রিটেনে দু’জনের শরীরে ভ্যাকসিন নেওয়ার পর অ্যালার্জি দেখা দিয়েছিল। মঙ্গলবার সেই একই ঘটনা ঘটল আমেরিকাতেও।

ব্রিটেনের স্বাস্থ্য বিভাগ নির্দেশ দিয়েছিল কোনও ব্যক্তির যদি ওষুধে কিংবা কোনও নির্দিষ্ট খাবারে মারাত্মক অ্যালার্জির সমস্যা থাকে, তাহলে তিনি করোনা প্রতিষেধক নেবেন না। তবে আলাস্কার এই স্বাস্থ্যকর্মীর কোনও পূর্ব অ্যালার্জির সমস্যা ছিল না। সেক্ষেত্রে কেন পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিল, তা ভাবাচ্ছে স্বাস্থ্য আধিকারিকদের।

চিকিৎসক লিন্ডি জোনস জানিয়েছেন, ওই মধ্যবয়স্ক স্বাস্থ্যকর্মীর উপসর্গগুলি নজরে রাখা হয়েছে। ফাইজ়ারের ভ্যাকসিন নেওয়ার পর তাঁকে বুধবার হাসপাতালেই রাখা হয়েছিল। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রধান বিজ্ঞানী জেসে গুডম্যানের মতে অ্যালার্জির খবর চিন্তাজনক, তবে ঝুঁকির কথা বলতে হলে এই বিষয়ে আরও গবেষণা প্রয়োজন।

আরও পড়ুন: চিনের শাসক দলের শিকড় ছড়িয়ে রয়েছে ভারতেও, প্রকাশিত চাঞ্চল্যকর তথ্য

আমেরিকায় স্বাস্থ্যকর্মী সান্দ্রা লিন্ডসেকে দিয়ে শুরু হয়েছে ফাইজ়ার প্রতিষেধকের টিকাকরণ। ইতিমধ্যেই সে দেশের একাধিক ক্লিনিকে টিকা দেওয়া হচ্ছে স্বাস্থ্যকর্মীদের। কয়েক দিনের মধ্যেই টিকা নেবেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সও।

Next Article