Layoff: ভয়ঙ্কর দুঃসংবাদ, আগামী সপ্তাহেই ১৪ থেকে ১৬ হাজার কর্মী চাকরি খোয়াতে পারেন!

Amazon Job Cut: আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ ২৭ জানুয়ারি থেকে কর্মী ছাঁটাই শুরু হতে পারে। অ্যামাজন থেকে কোনও বিবৃতি না দেওয়া হলেও, মনে করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেই বিপুল সংখ্যক কর্মী চাকরি খোয়াতে চলেছেন।

Layoff: ভয়ঙ্কর দুঃসংবাদ, আগামী সপ্তাহেই ১৪ থেকে ১৬ হাজার কর্মী চাকরি খোয়াতে পারেন!
ফাইল চিত্রImage Credit source: X

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jan 23, 2026 | 7:45 AM

সান ফ্রান্সিসকো: বছরের শুরুতে খারাপ খবর। চাকরি সঙ্কট অ্যামাজনে কর্মরতদের। ঝুঁকির মুখে ১৪ থেকে ১৬ হাজার কর্মী! শোনা যাচ্ছে, ফের একবার কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন। আগামী সপ্তাহেই কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করা হতে পারে। এমনটাই ওয়াকিবহাল সূত্রে খবর।

গত বছর অক্টোবর মাসেই শোনা গিয়েছিল যে কমপক্ষে ৩০ হাজার কর্পোরেট কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন। প্রথম ধাপে প্রায় ১৪ হাজার কর্মীকে চাকরি থেকে ছাঁটাইও করা হয়। এবার দ্বিতীয় দফায় ছাঁটাইয়ের পরিকল্পনা। এবারও ১৪ থেকে ১৬ হাজার কর্মী ছাঁটাই করা হতে পারে।

সংস্থার অন্দরের খবর, আগামী সপ্তাহের মঙ্গলবার অর্থাৎ ২৭ জানুয়ারি থেকে কর্মী ছাঁটাই শুরু হতে পারে। অ্যামাজন থেকে কোনও বিবৃতি না দেওয়া হলেও, মনে করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার কারণেই বিপুল সংখ্যক কর্মী চাকরি খোয়াতে চলেছেন। ভারতেও বড় সংখ্যক কর্মী ছাটাই হতে পারে।

এর আগে ২০২৩ সালে ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছিল অ্যামাজন। মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইকের রিপোর্ট অনুযায়ী, ইতিমধ্যেই এক থেকে দুই হাজার কর্মীকে ওয়ার্ন (WARN notices) নোটিস দেওয়া হয়েছিল। শোনা যাচ্ছে, এবার উচ্চপদস্থ কর্মীদের ছাঁটাইয়ের পরিকল্পনা রয়েছে। অ্যামাজনের পিপল এক্সপেরিয়েন্স অ্যান্ড টেকনোলজি ডিভিশন ও মানব সম্পদ বা হিউম্যান রিসোর্স টিম থেকে ছাঁটাই করা হবে।