Grand Canyon: ঘুরতে গিয়ে বিশ্বের গভীরতম গিরিখাতে পড়ল কিশোর, তারপর…

Boy fall in Grand Canyon: পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হল কলেরাডো নদীর উপর গ্র্যান্ড ক্যানিয়ন। গত মঙ্গলবার পরিবারের সঙ্গে সেই গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে গিয়েছিল ওয়েট কাউফম্যান। হঠাৎ করেই অসাবধানতাবশত সে গভীর ওই খাদে পড়ে যায়।

Grand Canyon: ঘুরতে গিয়ে বিশ্বের গভীরতম গিরিখাতে পড়ল কিশোর, তারপর...
গ্র্যান্ড ক্যানিয়ন।

| Edited By: Sukla Bhattacharjee

Aug 14, 2023 | 10:08 PM

ক্যালিফোর্নিয়া: রাখে হরি তো মারে কে! বিশ্বের গভীরতম গিরিখাত হল গ্র্যান্ড ক্যানিয়ন (Grand Canyon)। যার ছবি দেখলেই গভীরতা অনুমান করে শিউরে উঠতে হয়। সেই গিরিখাতের প্রায় ১০০ ফুট গভীরে পড়ে গিয়েছিল ১৩ বছরের এক কিশোর। কিন্তু, বরাতজোরে সে প্রাণে বেঁচে গিয়েছে। বর্তমানে সে স্থানীয় এক হাসপাতালে চিকিৎসাধীন।

জানা গিয়েছে, ১৩ বছর বয়সি ওই কিশোরের নাম ওয়েট কাফম্যান। আমেরিকার উত্তর ডাকোটার বাসিন্দা কাউফম্যান গ্র্যান্ড ক্যানিয়নের ১০০ ফুট গভীরে পড়ে গিয়েও প্রাণে বেঁচে গিয়েছে। তবে তার শরীরের ৯টি হাড় ভেঙে গিয়েছে। বর্তমানে সে স্থানীয় হাসপাতালে ভর্তি।

ঠিক কী ঘটেছিল?

পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান হল কলেরাডো নদীর উপর গ্র্যান্ড ক্যানিয়ন। গত মঙ্গলবার পরিবারের সঙ্গে সেই গ্র্যান্ড ক্যানিয়ন দেখতে গিয়েছিল ওয়েট কাউফম্যান। হঠাৎ করেই অসাবধানতাবশত সে গভীর ওই খাদে পড়ে যায়। সঙ্গে সঙ্গেই অবশ্য তাকে উদ্ধার করতে নামে সেখানে উপস্থিত উদ্ধারকারী দল। তারপর ১০০ ফুট গভীর থেকে জীবিত অবস্থায় কাউফম্যান উদ্ধার করা সম্ভব হয়েছে। এরপর সেখান থেকে তড়িঘড়ি তাকে কপ্টারে করে হাসপাতালে পাঠানো হয়।

১০০ ফুট গভীরে পড়ে গিয়েও বেঁচে যাওয়ার ঘটনা ঈশ্বরের দান বলে মনে করছেন কাউফম্যান পরিবারের লোকজন। তাই তাকে দেখতে অনেকেই হাসপাতালে ভিড় করেছেন। হাসপাতালের বিছানায় শুয়ে কাউফম্যান জানায়, অন্যান্য পর্যটকেরা গিরিখাতের সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। তাঁদের সুবিধা করে দিতেই সে কিছুটা পিছিয়ে যায়। তখনই পা পিছলে গিরিখাতে পড়ে যায়। উপর থেকে পড়ে যাওয়ার পর তার আর কিছুই মনে ছিল না বলে জানিয়েছে কাউফম্যান। তবে ছেলেকে জীবিত অবস্থায় উদ্ধার করার জন্য উদ্ধারকারী দলকে ধন্যবাদ জানিয়েছেন কিশোরের বাবা ব্রায়াব কাউফম্যান।