VIDEO: কানের ভিতর হাঁটছিল আস্ত মাকড়সা, কী হল এরপর!

Spider in Ear: তাইওয়ানের মিউনিসিপ্যাল হাসপাতাল থেকে একটি কেস রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ওই বৃদ্ধা ৪ দিন ধরে অস্বস্তিতে ভুগছিলেন। এরপরই ক্লিনিকে যান।

VIDEO: কানের ভিতর হাঁটছিল আস্ত মাকড়সা, কী হল এরপর!
প্রতীকী ছবি

| Edited By: সোমনাথ মিত্র

Oct 28, 2023 | 3:41 PM

তাইওয়ান: বেশ কিছুদিন ধরেই কানের মধ্যে একটা অস্বাভাবিক শব্দ শুনতে পাচ্ছিলেন বৃদ্ধা। বিষয়টা বাড়তে থাকায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন তিনি। অস্বস্তিতে ঘুমোতে পর্যন্ত পারছিলেন না তিনি। তাঁর বারবার মনে হচ্ছিল, কিছু একটা যেন তাঁর কানের ভিতর হেঁটে বেড়াচ্ছে। ইএনটি ক্লিনিকে গিয়ে পরীক্ষা করান তিনি। এরপরই দেখা যায়, তাঁর কানের ভিতরে হেঁটে বেড়াচ্ছে আস্ত মাকড়সা। তাইওয়ানের ঘটনা।

তাইওয়ানের মিউনিসিপ্যাল হাসপাতাল থেকে একটি কেস রিপোর্ট প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, ওই বৃদ্ধা ৪ দিন ধরে অস্বস্তিতে ভুগছিলেন। এরপরই ক্লিনিকে যান। পরীক্ষা করে দেখা যায় ছোট আকারের মাকড়সা হাঁটছে কানের ভিতর। সেটিকে বের করে আনা হয়েছে বলেই জানিয়েছে ওই হাসপাতাল।

চিকিৎসক তেংচিন ওয়াং জানিয়েছেন, মাকড়সাটি আকারে ছোট হওয়ায় কোনও ব্যাথা অনুভব করেননি ওই বৃদ্ধা। ওহিও ইউনিভার্সিটির এক অধ্যাপক জানিয়েছেন, সম্ভবত আত্মরক্ষার জন্যই কানের ভিতর আশ্রয় নিয়েছিল মাকড়সাটি। জানা গিয়েছে, এমনভাবে কান থেকে বের করা হয়েছে মাকড়সাটিকে, যাতে কানের কোনও ক্ষতি হয়নি।