
নয়াদিল্লি: শেহবাজের সরকারকে ঘিরে বাড়ছে অশান্তি। পরিস্থিতি এতটাই জটিল যে তার আঁচ এবার পড়ল পাকিস্তান অধিকৃত কাশ্মীরেও। সেখানে বদলাচ্ছে হাওয়া। পাক সরকারের বিরুদ্ধে একে একে আসরে নামছে তাদেরই অধিগ্রহণ করে রাখা ভূখণ্ডের বাসিন্দারা।
ইতিমধ্যে এই বিক্ষোভকে কেন্দ্র করে অধিকৃত কাশ্মীরের গিলগিট বালটিস্তানে চিনগামী কারাকোরাম হাইওয়ে অবরুদ্ধ করেছে স্থানীয়রা। তিন ধরে চলছে এই অবরোধ। শরিফের দলের এক নেতা আবার এই অবরোধ দেখে বেফাঁস বলে বসেছেন। তাঁর কথায়, সরকার সন্ত্রাসবাদীদের ক্ষতিপূরণ দিচ্ছে কিন্তু ব্য়বসায়ীদের সাহায্য় করছে না।
কী কারণে চলছে এই প্রতিবাদ?
পাকিস্তান অধ্যুষিত কাশ্মীরে ক্রমাগত ক্ষতির মুখে পড়ছেন ব্যবসায়ীরা। শরিফ সরকারের তৈরি করা নানা বাণিজ্য় নীতি ও সংশোধনের কারণে ব্যবসা করতে গিয়ে নাজেহাল দশা তাদের। আয়ে চাপ মানে পেটের ভাত জোটাতে চাপ। আর সেই ক্ষোভেই পাক সরকারের বিরুদ্ধে আসরে নেমেছে তারা।
পাকিস্তানের এক সংবাদমাধ্য়ম সূত্রে জানা গিয়েছে, বছর বছর ধরে অধিকৃত কাশ্মীরকে ভুলে ইসলামাবাদ বাড়তি নজরই ডেকে এনেছে বিপদ। বঞ্চিত হতে হতে এবার রাস্তায় নামার সিদ্ধান্ত নিয়েছে ওই অধিকৃত ভূখণ্ডের বাসিন্দারা। ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ শরিফের ‘শরিফ’ সাজা বন্ধ করতে চলছে বিক্ষোভ।