Mysterious Pneumonia Outbreak: চিনে আবার মহামারির আকার নিল নতুন রোগ, উপচে পড়ছে হাসপাতাল, বন্ধ স্কুল

Mysterious Pneumonia Outbreak: অসুস্থ শিশুদের অধিকাংশই প্রবল জ্বর, ফুসফুসে সংক্রমণের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে। কিন্তু ফ্লু বা অন্য় কোনও মরশুমি সংক্রমণ হলে যেমন কাশি থাকে, তা হচ্ছে না। চিকিৎসকরা আপাতত  নিউমোনিয়ার চিকিৎসাই করছেন।

Mysterious Pneumonia Outbreak: চিনে আবার মহামারির আকার নিল নতুন রোগ, উপচে পড়ছে হাসপাতাল, বন্ধ স্কুল
চিনের হাসপাতালে উপচে পড়া ভিড়।Image Credit source: Twitter

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Nov 23, 2023 | 10:44 AM

বেজিং: আবারও বিশ্বে মহামারির থাবা? এবার কী করোনার থেকেও ভয়ঙ্কর কোনও মহামারি হতে চলেছে? এমনটাই আশঙ্কা দানা বাধছে। করোনার ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব, ফের এক মহামারির আশঙ্কা। এবারও সংক্রমণের উৎস সেই চিন। জানা গিয়েছে, চিনে ছড়িয়ে পড়েছে এক রহস্যজনক সংক্রমণ। নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড় করছে রোগীরা। মূলত চিনের স্কুলগুলিতেই এই সংক্রমণ ছড়িয়ে পড়েছে। ব্যাপক হারে বাড়ছে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা। প্রভাব পড়ছে সে দেশের স্বাস্থ্য় ব্যবস্থার উপরে।

জানা গিয়েছে, এই রহস্যজনক সংক্রমণের উৎসস্থল বেজিং ও লিয়াওনিং প্রদেশ। সেখানের হাসপাতালগুলিতে পেডিয়াট্রিক বিভাগ রোগীতে উপচে পড়ছে। সমস্ত স্কুলপড়ুয়া শিশুই জ্বর, নিউমোনিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে। বহু শিক্ষক-শিক্ষিকাও অসুস্থ হয়ে পড়েছেন। ব্যাপক হারে সংক্রমণ ছড়াতেই একাধিক স্কুলে ক্লাস বন্ধ করে দেওয়া হয়েছে।

রোগের উপসর্গ কী?

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, অসুস্থ শিশুদের অধিকাংশই প্রবল জ্বর, ফুসফুসে সংক্রমণের মতো উপসর্গ নিয়ে হাসপাতালে আসছে। কিন্তু ফ্লু বা অন্য় কোনও মরশুমি সংক্রমণ হলে যেমন কাশি থাকে, তা হচ্ছে না। চিকিৎসকরা আপাতত  নিউমোনিয়ার চিকিৎসাই করছেন।
প্রোমেড নামক একটি প্ল্যাটফর্ম, যেখানে মানব ও পশুর সংক্রামক রোগ সংক্রান্ত তথ্য প্রকাশ করা হয়, সেখানে সতর্কতা জারি করে পোস্ট করা হয়েছে। অজানা এই নিউমোনিয়াকে আসন্ন মহামারি বলেই উল্লেখ করা হয়েছে। যেহেতু শিশুরাই বেশি আক্রান্ত হচ্ছেন এই সংক্রমণে, তাই বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। এত তাড়াতাড়ি শিশুরা সংক্রমিত হওয়ায়, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসকরা। প্রাপ্তবয়স্করা যারা আক্রান্ত হচ্ছেন, তারাও স্কুল থেকেই সংক্রমিত হচ্ছেন বলে জানা গিয়েছে।