একেক করে অর্ডার দিচ্ছিলেন গ্রাহকরা, হঠাৎ ম্যাকডোনাল্ডেই আগুন লাগিয়ে দিল কর্মী!

ঈপ্সা চ্যাটার্জী |

Aug 03, 2024 | 3:33 PM

Arson: জসুয়া ড্যারিল ম্যাকগ্রেগর নামক ওই যুবক নিজেও মোবাইলে রেস্তোরাঁয় আগুনের ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। পরে রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে, দেখা যায়, ওই যুবকই আগুন লাগিয়েছিল।

একেক করে অর্ডার দিচ্ছিলেন গ্রাহকরা, হঠাৎ ম্যাকডোনাল্ডেই আগুন লাগিয়ে দিল কর্মী!
ফাইল চিত্র
Image Credit source: Pixabay

Follow Us

সাভানা: গ্রাহকদের লম্বা লাইন। এদিকে, একজন গ্রাহককে ছাড়তেই হিমশিম খাচ্ছেন রেস্তোরাঁর কর্মী। গ্রাহকের দীর্ঘ খাবারের অর্ডার এবং তাতে হরেক রকমের ফিরিস্তি-এতেই তিতিবিরক্ত হয়ে গিয়েছিলেন কর্মী। রাগের চোটে চরম পদক্ষেপ করলেন তিনি। আগুন লাগিয়ে দিলেন রেস্তোরাঁতেই!

ম্যাকডোনাল্ডস এক কর্মীকে ৫ বছরের কারাদণ্ডের সাজা দেওয়া হল রেস্তোরাঁয় আগুন লাগিয়ে দেওয়ার অপরাধে। ওই কর্মী জেরায় জানিয়েছিলেন, প্রচুর গ্রাহকের ভিড় এবং তাদের অর্ডার শুনে বিরক্ত হয়েই এই কাণ্ড ঘটিয়েছিলেন।

২০২৩ সালের এপ্রিল মাসে জর্জিয়ার সাভানায় একটি ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয় কাজ করতেন জসুয়া ড্যারিল ম্যাকগ্রেগর। গ্রাহকদের ভিড়ে বিরক্ত হয়েই তিনি কার্ডবোর্ড বক্সে আগুন লাগিয়ে দেন এবং রেস্তোরাঁর বাইরে রাখা দাহ্যবস্তুতে ভরা ডাম্পস্টারে (আবর্জনা ফেলার জায়গা) ফেলে দেন। দাউদাউ করে আগুন ধরে যায়। রেস্তোরাঁতেও আগুন লেগে যায়।

অগ্নিকাণ্ডের জেরে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয় রেস্তোরাঁটি। ড্রাইভওয়েতে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়। জসুয়া ড্যারিল ম্যাকগ্রেগর নামক ওই যুবক নিজেও মোবাইলে রেস্তোরাঁয় আগুনের ভিডিয়ো রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন। পরে রেস্তোরাঁর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলে, দেখা যায়, ওই যুবকই আগুন লাগিয়েছিল। এরপরে সাভানা পুলিশ ওই যুবককে গ্রেফতার করে। গত মে মাসে মার্কিন জেলা আদালতে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

Next Article