
জোহানেসবার্গ: উৎসবের মরশুমে আবারও বন্দুকবাজের হামলা। এবার আফ্রিকার জোহানেসবার্গের কাছে বেকার্সডেলে হামলা। কমপক্ষে ৯ জনের মৃত্য়ুর খবর মিলেছে। আহত আরও অনেকে। পুলিশ আসার আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্তরা। তাঁর খোঁজে তল্লাশি চলছে।
যে জায়গায় হামলা চলেছে, তার কাছেই একাধিক সোনার খনি রয়েছে। মূলত শ্রমিকরাই এই বারে উপস্থিত ছিল হামলার সময়ে। রবিবার স্থানীয় সময়ে রাত ১টা নাগাদ জোহানেসবার্গ থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত বেকার্সডেলের একটি বারে হামলা চলে। সেই সময় বারে অনেকেই উপস্থিত ছিলেন। আচমকাই ঢোকে বন্দুকবাজরা। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। একাধিক আততায়ী ছিল বলেই খবর। এই নিয়ে চলতি মাসে দ্বিতীয়বার বন্দুকবাজের হামলা হল দক্ষিণ আফ্রিকায়।
BREAKING: 20 people shot, 10 killed, after gunmen opened fire at tavern in Bekkersdal Township west of Johannesburg, South Africa.🇿🇦
As per the African intel agencies they attacker is from a Pakistani origin #SouthAfrica #Pakistan pic.twitter.com/GHybg0ZyAU— SARANG.Com (@SARANGKing2765) December 21, 2025
পুলিশ ও স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে আশেপাশের হাসপাতালে নিয়ে যায়। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা গিয়েছে। পুলিশ ইতিমধ্যেই হামলার তদন্ত শুরু করেছে। হামলার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা এখনও জানা যায়নি। অভিযুক্তদেরও এখনও চিহ্নিত করা যায়নি। ওই বার ও আশেপাশের জায়গার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ওই জায়গায় বেআইনিভাবে মদ বিক্রি করা হচ্ছিল।
সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় এই ধরনের হামলা, গুলি চালানোর ঘটনা অনেক বৃদ্ধি পেয়েছে। মূলত গোষ্ঠী দ্বন্দ্ব ও বাণিজ্যিক গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ থেকেই গুলি চালানোর ঘটনা ঘটছে। বেআইনি বন্দুক বিক্রিও প্রচুর পরিমাণে বেড়েছে। এর আগে গত ৬ ডিসেম্বর এক বন্দুকবাজ প্রেটোরিয়ার কাছে সলভিলের একটি হস্টেলে হামলা চালায়। তিন বছরের শিশু সহ কমপক্ষে ১২ জনের মৃত্যু হয় ওই হামলায়।