
ওয়াশিংটন: ইজরায়েল-প্যালেস্তাইনের সংঘাতের আঁচ এবার সরাসরি পড়ল আমেরিকায়। মার্কিন মুলুকে “ফ্রি প্যালেস্তাইন” স্লোগান দিয়ে এক ব্যক্তি মলোটভ ককটেল দিয়ে হামলা চালালেন জমায়েতের উপরে। কমপক্ষে ৬ জন দ্বগ্ধ হয়েছেন বলেই খবর। অভিযুক্তকে ইতিমধ্যেই হেফাজতে নেওয়া হয়েছে। তদন্তে নামতে পারে এফবিআই।
রবিবার আমেরিকার কলোরাডোয় হামাসের হাতে বন্দি ইজরায়েলিদের জন্য একটি স্মরণসভার আয়োজন করা হয়েছিল। সেখানে মহম্মদ সাবরি সোলিমান নামক এক ব্যক্তি মলোটভ ককটেল বোমা ও ফ্রেমথ্রোয়ার দিয়ে জমা হওয়া লোকজনের উপরে হামলা চালান। একাধিক ব্যক্তির গায়ে আগুন ধরে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজনের অবস্থা সঙ্কটজনক বলেই জানা গিয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হামলার মুহূর্ত। তাতে দেখা যাচ্ছে, খালি গায়ে হামলার আগে ফ্রি প্যালেস্তাইন বলে স্লোগানও দেন। মহম্মদ সাবরি সোলিমান নামক ওই ব্যক্তি খালি গায়ে, সানগ্লাস পরে ভিড়ের দিকে এগোচ্ছেন। তিনি চিৎকার করে বলেন, “কত শিশুদের মেরেছো তোমরা?”, এই কথা বলতে বলতেই মলোটভ ককটেল ও ফ্লেমথ্রোয়ার ছোড়েন। ওই ব্যক্তি “এন্ড জি়য়োনিস্ট! প্যালেস্তাইন ইজ ফ্রি!” বলেও স্লোগান দেন।
An Islamist terrorist named Mohamad Soliman set Jews on fire in Boulder, Colorado.
This is the second terrorist attack in 10 days in the US where the perpetrator screams ‘Free Palestine’.
It’s time for ‘Free Palestine’ to be OFFICIALLY considered a terrorist chant. pic.twitter.com/ech7HFIUvQ
— Dr. Maalouf (@realMaalouf) June 1, 2025
মার্কিন গোয়েন্দা সংস্থা, এফবিআই-র প্রধান কাশ পটেল এই হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলেই উল্লেখ করেছেন। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে হেফাজতে নিয়েছে। এই হামলার পিছনে আর কেউ জড়িত নেই বলেই প্রাথমিকভাবে তদন্তে মনে করা হচ্ছে।