
মস্কো: শনিবার রাতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। ভেঙে পড়ল ব্রিজ, আর ভাঙা ব্রিজ থেকে ছিটকে পড়ল প্যাসেঞ্জার ট্রেন।ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৭ জনের। আহত আরও কম করে ৩০ জন।
ভয়ঙ্কর এই ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে রাশিয়ার ব্রাইনাস্ক প্রদেশে। সংবাদসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, যাত্রীবাহী ট্রেনটি মস্কো থেকে ক্লিমভ যাচ্ছিল। ব্রাইনাস্ক প্রদেশের উপর দিয়ে যাওয়ার সময়ই দুর্ঘটনাটি ঘটে। আচমকা সেতু ভেঙে পড়ে। ওই সময়ই সেতু দিয়ে আসছিল প্যাসেঞ্জার ট্রেন। সেতুর উপর থেকে ছিটকে পড়ে ট্রেন।
প্রশাসনের তরফে দুর্ঘটনার পিছনে বহিঃশক্তি বা বেআইনি হস্তক্ষেপের দাবি করা হয়েছে। তবে এই বিষয়ে আর কিছু জানানো হয়নি। ওই প্রদেশের গভর্নর জানিয়েছেন, ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু হয়েছে। একাধিক উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।
🚨 Bridge collapses in Russia’s Bryansk Region, causing train derailment – reports
A bridge collapse in the Bryansk Region led to an accident involving a train and several vehicles, local authorities confirmed. One child is in serious condition, and the train operator was… pic.twitter.com/lFOIB59bAJ
— Sputnik (@SputnikInt) May 31, 2025
রাশিয়ার সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রেনের চালক সহ কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কীভাবে দুর্ঘটনা ঘটল, আচমকা কীভাবে ব্রিজ ভেঙে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।
একাধিক সূত্রের দাবি, সম্ভবত ব্রিজটি ইচ্ছাকৃতভাবেই উড়িয়ে দেওয়া হয়েছে। যদিও ইউক্রেন এই দুর্ঘটনা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োগুলিতে দেখা যাচ্ছে ট্রেনের কিছু কামরা এখনও ব্রিজ থেকে ঝুলছে। যে কামরাগুলি ব্রিজ থেকে ছিটকে পড়ে গিয়েছে, তা সম্পূর্ণ চূর্ণ-বিচূর্ণ হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, তিন বছর আগে রাশিয়া-ইউক্রেনের সংঘর্ষ শুরু হয়েছিল, যা এখনও চলছে। ব্রিয়াস্ক সহ সীমান্তবর্তী একাধিক জায়গাতেই লাগাতার ড্রোন হামলা, গোলাবারুদের আক্রমণ চলেছে।