Viral Video: খাবারের আগে চড়! সুন্দরী ওয়েটারদের হাতে চড় খেতে ভিড় উপচে পড়ে এই রেস্তোরাঁয়

জাপানের ওই রেস্তোরাঁর নাম শাকিহোকো-ইয়া। জাপানের নাগোয়ায় রয়েছে এই রেস্তোরাঁ। সম্প্রতি এই রেস্তোরাঁর একটি ভিডিয়ো এক্স হ্যান্ডলে শেয়ার করেছে ব্যাঙ্কক ল্যাড। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। ওই ভিডিয়ো দেখা গিয়েছে, জাপানের ওই রেস্তোরাঁর মধ্যে কীভাবে চড় মারা হয়।

Viral Video: খাবারের আগে চড়! সুন্দরী ওয়েটারদের হাতে চড় খেতে ভিড় উপচে পড়ে এই রেস্তোরাঁয়
পয়সা খরচ করে চড় খাওয়াImage Credit source: Twitter

| Edited By: অংশুমান গোস্বামী

Dec 07, 2023 | 6:15 AM

টোকিয়ো: সারা বিশ্বে রেস্তারাঁর বিভিন্ন ধরনের থিম দিনে দিনে জনপ্রিয় হচ্ছে। গ্রাহক টানতে অনেক রেস্তোরাঁ উদ্ভট পরিষেবার সূচনা করেছে। ঠিক যেমন হয়েছে জাপানের এক রেস্তোরাঁয়। গ্রাহকদের আকর্ষিত করতে অদ্ভুত রীতি চালু করেছে তারা। এই রেস্তোরাঁয় গিয়ে খাবার খাওয়ার আগে চড় খান গ্রাহকরা। ওই রেস্তোরাঁর মহিলা ওয়েটাররা চড় মারেন গ্রাহকদের। এক চড় নয়। অনেক সময় পর পর চড় খান গ্রাহকরা। এই সার্ভিস সম্প্রতি ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। জাপানি পুরুষ ও মহিলা ছাড়াও বিদেশি পর্যটকদের মধ্যেও জনপ্রিয় হচ্ছে এই পরিষেবা।

জাপানের ওই রেস্তোরাঁর নাম শাকিহোকো-ইয়া। জাপানের নাগোয়ায় রয়েছে এই রেস্তোরাঁ। সম্প্রতি এই রেস্তোরাঁর একটি ভিডিয়ো এক্স হ্যান্ডলে শেয়ার করেছে ব্যাঙ্কক ল্যাড। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল। ওই ভিডিয়ো দেখা গিয়েছে, জাপানের ওই রেস্তোরাঁর মধ্যে কীভাবে চড় মারা হয়। মহিলা ওয়েটারদের হাতে চড় খেতে কী ভাবে গাল পেতে দেন পুরুষ গ্রাহক। কবে বিনা পয়সায় এই চড় হয় না। এর জন্যও সার্ভিস চার্জ দিতে হয়।

খাবার সার্ভ করার আগে চড় খেতে হলে খরচ করতে হয় ৩০০ ইয়েন। যা ভারতীয় মুদ্রায় ১৭০ টাকা। ২০১২ সাল থেকেই ওই জাপানি রেস্তোরাঁয় শুরু হয়েছে এই সার্ভিস। প্রথমে এক জন মহিলা ওয়েটার এই চড় মারার কাজ করতেন। কিন্তু যত দিন গিয়েছে ততই এর চাহিদা বেড়েছে। এখন ওই রেস্তোরাঁর সমস্ত মহিলা ওয়েটারই এই চড় মেরে থাকেন গ্রাহকদের। অনেক গ্রাহক সব ওয়েটারের হাতেই চড় খেতে চান। এর জন্য নতুন ওয়েটারও নিয়োগ করেছে ওই রেস্তোরাঁ। তবে বর্তমানে চড় মারার সার্ভিস স্থগিত রাখা হয়েছে। তবে শীঘ্রই ফের তা চালু করা হতে পারে।