Nairobi gas explosion: বিশাল গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল নাইরোবি! মৃত অন্তত ২, আহত ১৬৭

Feb 02, 2024 | 8:33 AM

Nairobi gas explosion: নাইরোবির দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত এক গ্যাস প্লান্টে এই বিশাল বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার মধ্যরাতের ঠিক আগে এই ঘটনা ঘটে। নাইরোবি পুলিশের এক মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নাইরোবির এমবাকাসি এলাকায় অবস্থিত ওই গ্যাস প্ল্যান্টটি। বিস্ফোরণের পর, কারখানা ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে।

Nairobi gas explosion: বিশাল গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল নাইরোবি! মৃত অন্তত ২, আহত ১৬৭
বিস্ফোরণের পর দেখা যায় ভয়াবহ আগুনের গোলা
Image Credit source: Twitter

Follow Us

নাইরোবি: শুক্রবার ভোরে এক বিশাল গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল কেনিয়ার রাজধানী নাইরোবি। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্ততপক্ষে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬৭ জন। পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নাইরোবির দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত এক গ্যাস প্লান্টে এই বিশাল বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার মধ্যরাতের ঠিক আগে এই ঘটনা ঘটে। নাইরোবি পুলিশের এক মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নাইরোবির এমবাকাসি এলাকায় অবস্থিত ওই গ্যাস প্ল্যান্টটি। বিস্ফোরণের পর, কারখানা ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে।


সরকারি মুখপাত্র আইজ্যাক মওয়াউরা জানিয়েছেন, কেনটেইনারস কোম্পানি লিমিটেড নামে এক সংস্থার কারখানা ছিল এটি। সেখানে অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবার সকল ব্যবস্থা ছিল। তাই, বিপর্যয়ের মাত্রা আর বাড়েনি। তিনি বলেছেন, “কারখানা ভবনটিতে আগুন ধরে গিয়েছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। জনসাধারণকে ওই এলাকাটি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।”

সোশ্যাল মিডিয়ায় ঘটনার বেশ কিছু ভিডিয়ো ভাইরাল হয়েছে। তাতে দেখা যাচ্ছে, এমবাকাসি অঞ্চলের অ্যাপার্টমেন্ট ব্লকগুলির কাছে এক বিশাল আগুনের গোলা। আরও একটি ভিডিয়োতে ধরা পড়েছে বিস্ফোরণের মুহূর্তটি। বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার মধ্যরাতের ঠিক আগে যখন আগুন লেগেছিল, সেই সময় প্ল্যান্টটিতে বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার রিফিল করা হচ্ছিল। তার থেকেই কোনওভাবে এই বিস্ফোরণ ঘটেছে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার প্রকৃত কারণ অবশ্য এখনও অজানা।

Next Article