মাস্কট: ওমানের রাজধানি মাস্কটের এক মসজিদে হামলা বন্দুকবাজদের। প্রাণ গেল এক ভারতীয় নাগরিক-সহ নয়জনের। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন হামলাকারীও রয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে, মাস্কটের আলি বিন আবি তালিব মসজিদে এই হামলা হয়। এটি একটি শিয়া সম্প্রদায়ের মসজিদ। নিহতদের পাশাপাশি এক পুলিশ কর্তা-সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশের বিপরীতে, ওমান অত্যন্ত স্থিতিশীল দেশ। এখানে নিরাপত্তাগত সমস্যা নেই বললেই চলে। কাজেই এদিনের হামলা অত্যন্ত বিরল ঘটনা বলা চলে।
ওমানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে ১ ভারতীয় নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জনানো হয়েছে মসজিদে হামলার ঘটনায় এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আরও এক ভারতকীয় নাগরিক আহত হয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে সমবেদনা প্রকাশ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় দূতাবাস লিখেছে, “ওমান সুলতানশাহির বিদেশ মন্ত্রক জানিয়েছে, ১৫ জুলাই গভীর রাতে মাস্কট শহরে গুলি চালানোর ঘটনায় এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। ভারতীয় দূতাবাস আন্তরিক সমবেদনা জানাচ্ছে এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
Terrorist attack at ‘Al Wadi Al Kabir’, #Shia mosque outside #Oman ’s capital #Muscat
One or more gunmen are reported and firing at congregants. 21 dead several hundred injured.
The attack was done during a gathering to observe the martyrdom of Imam Hussein.#Muharram pic.twitter.com/hOWyLABoAL
— kaffir (@Kaffirophobia1) July 16, 2024
এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে এই হামলা হয়। মাস্কটের ওয়াদি কবির পাড়ায় ওই মসজিদটি অবস্থিত। কারা এই হামলা চালিয়েছে, কী উদ্দেশ্যে চালিয়েছে, কিছুই জানায়নি কর্তৃপক্ষ। ওমান নিউজ এজেন্সি জানিয়েছে, অন্তত ২৮ জন আহত হয়েছেন এই ঘটনায়। তাঁরা বিভিন্ন দেশের নাগরিক। ‘আশুরা’র ঠিক আগেই এই হামলা হয়েছে। ইসলামিক ক্যালেন্ডারে ‘আশুরা’ এক উল্লেখযোগ্য দিন। হজরত মহম্মদের নাতি হুসেনের শাহাদাতের স্মরণে এই দিনটি পালন করেন শিয়াপন্থী মুসলিমরা।
Following the shooting incident reported in Muscat city on 15 July, Foreign Ministry of Sultanate of Oman has informed that one Indian national has lost his life & another is injured. Embassy offers its sincere condolences & stands ready to offer all assistance to the families.
— India in Oman (Embassy of India, Muscat) (@Indemb_Muscat) July 16, 2024
এদিকে, পাকিস্তান সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে তাদের চার নাগরিক আছেন। আরও ৩০ জন পাক নাগরিক এই হামলায় আহত হয়েছেন বলে জানিয়েছে ইসলামবাদ। পাক বিদেশ মন্ত্রক বলেছে, “ইমাম বারগাহ আলি বিন আবু তালিব মসজিদে নৃশংস সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা করছি আমরা। ওমানি কর্তৃপক্ষ হামলাকারীদের নির্মূল করেছে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সহায়তার প্রস্তাব দিয়েছে বলে পাকিস্তান সরকার স্বস্তি প্রকাশ করছে।” শিয়াপন্থী ইরানের বিদেশ মন্ত্রকও এই হামলার নিন্দা করেছে।