Afghanistan News: আফগানিস্তানে মৌলবীদের নিশানা করে গুলি, মৃত ৭

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 01, 2023 | 11:40 PM

Afghanistan News: রিকশায় করে ফিরছিলেন দুই শিয়া মৌলবী। সেই সময় তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল কয়েকজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী। এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হিরাট প্রদেশে।

Afghanistan News: আফগানিস্তানে মৌলবীদের নিশানা করে গুলি, মৃত ৭
প্রতীকী চিত্র
Image Credit source: TV9 Bangla

Follow Us

হিরাট: আততায়ীদের নিশানায় এবার মৌলবী। রিকশায় করে ফিরছিলেন দুই শিয়া মৌলবী। সেই সময় তাঁদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাল কয়েকজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী। এই ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে এবং ১ জন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলের হিরাট প্রদেশে।

পুলিশ জানায়, হিরাটের কোরা মিলি এলাকায় আততায়ীদের হামলায় রিকশায় থাকা দুই মৌলবীরই মৃত্যু হয়েছে। এছাড়া আরও ৫ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৪ জন মহিলা রয়েছেন। এছাড়া আরও একজন গুরুতর জখম হয়েছেন। কারা, কেন এঁদের উপর হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয়রা জানান, সম্ভবত আততায়ীদের নিশানায় ছিলেন দুই শিয়া মৌলবী। তাঁদের লক্ষ্য করে গুলি চালানোর জেরেই আরও ৫ জনের মৃত্যু হয়।

প্রসঙ্গত, এদিনের হামলার পিছনে কারা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে এই হামলায় আইএস জঙ্গিগোষ্ঠীর হাত থাকতে পারে বলে মনে করা হচ্ছে। কেননা আফগানিস্তানে প্রায়ই শিখ ধর্মাবম্বীরা আইএস-এর হামলার শিকার হয়। ২০২১ সালের অগাস্টে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর থেকে সেখানে হিংসার ঘটনা অনেকটা কমেছে। তবে আইএস-সহ কয়েকটি গোষ্ঠী আতঙ্ক হয়ে রয়ে গিয়েছে।

Next Article