সিডনি: মাত্র ২০ মিনিটের পথ, ব্যস্ত সময়ে তাড়াতাড়ি পৌঁছতে বুক করেছিলেন ক্য়াব। সেই ক্যাবে উঠে যে এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে, তা কল্পনাও করতে পারেননি যুবতী। ক্যাবে ওঠার কিছুক্ষণ পরেই চালকের অস্বাভাবিক নড়া-চড়া দেখেই সন্দেহ হয়েছিল, উঁকি মারতেই যা দেখলেন, তাতে শিরদাঁড়া দিয়ে হিমস্রোত বয়ে গেল। দেখলেন, গাড়ি চালাতে চালাতেই হস্তমৈথুন করছেন চালক!
উবার চালকের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। উবারে উঠে এক যুবতী চরম হেনস্থার শিকার হলেন। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে। বছর ছাব্বিশের ওই যুবতী ক্যাম্পেলবেল থেকে বাড়ি পর্যন্ত ক্যাব বুক করেছিলেন। গাড়িতে ওঠার পর প্রথমে কিছু না হলেও, কিছুক্ষণ পর লক্ষ্য করেন যে ক্যাবচালক কিছু একটা করছেন। উকি মারতেই দেখলেন, চালক তাঁর যৌনাঙ্গ বের করে হস্তমৈথুন করছেন।
ভয়ে, আতঙ্কে সিঁটিয়ে যান যুবতী। চিৎকার করলে চালক ধর্ষণ করতে পারেন, এই ভেবেই চোখে জল চলে আসে যুবতীর। একবার ভাবেন, পুলিশকে ফোন করবেন, আরেকবার ভাবেন যে চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দেবেন। শেষ অবধি কিছুই করতে পারেননি তিনি, ভয়ে চুপ করে বসে থাকেন।
প্রথমে কিছুক্ষণ থমকে গেলেও, কোনওমতে যুবতী তাঁর মা ও বয়ফ্রেন্ডকে মেসেজ করে গোটা ঘটনাটি জানান। বাড়ি থেকে ১০ মিনিট দূরে থাকতেই, যুবতী তাঁর মাকে মেসেজ করে বলেন যে তিনি যেন বাইরে এসে দাঁড়ান। গাড়ি থেকে নেমে কোনওমতে দৌড়ে বাড়ির দিকে যান যুবতী। চালকের দিকে ঘুরে তাঁকাতেই চালক অদ্ভুত এক স্বরে বলেন, “থ্যাঙ্ক ইউ সো মাচ”।
ওই যুবতী জানিয়েছেন, তাঁর মনে হয়েছিল যে যদি চালকের কাণ্ডকারখানায় কোনও প্রতিক্রিয়া দেন, তবে চালক আরও ভয়ঙ্কর কিছু করতে পারেন। এমনকী, তাঁকে ধর্ষণও করতে পারে। এই ভয়েই গোটা রাস্তা চুপ থাকেন যুবতী। তবে বুদ্ধি করে তিনি চালকের অশ্লীল কাজ ভিডিয়ো রেকর্ড করে রাখেন পুলিশকে দেখানোর জন্য।
গাড়ি থেকে নামার পর ওই যুবতী উবার প্ল্য়াটফর্মেও অভিযোগ জানান। উবারের তরফে জানানো হয়েছে, অভিযোগ পাওয়ার পরই ওই চালককে চিরতরে তাড়িয়ে দেওয়া হয়েছে।