Baba Vanga Predictions: ক্ষমতায় ফিরছে কমরেডরা, কবে? ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 25, 2025 | 5:51 PM

Baba Vanga: বুলগেরিয়ান এই মহিলা মাত্র ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারালেও, তার দিব্যদৃষ্টি ছিল অসাধারণ। ভবিষ্যতে কী হবে, তা তিনি অক্ষরে অক্ষরে বলে দিতে পারতেন। বাবা ভাঙ্গা মৃত্যুর আগেও নানা ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন।

Baba Vanga Predictions: ক্ষমতায় ফিরছে কমরেডরা, কবে? ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা
বাবা ভাঙ্গা।
Image Credit source: X

Follow Us

বুলগেরিয়া: তিনি নাকি যা বলেছেন, তা অক্ষরে অক্ষরে ফলেছে। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থেকে চেরোনবিলের বিপর্যয়- সবই ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। সেগুলি সত্যিই ঘটেছে। আর সেই কারণেই আতঙ্ক। আগামিদিনের যে ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন, তা নিয়েই ভয়।

কথা হচ্ছে বাবা ভাঙ্গার। বুলগেরিয়ান এই মহিলা মাত্র ১২ বছর বয়সে দৃষ্টিশক্তি হারালেও, তার দিব্যদৃষ্টি ছিল অসাধারণ। ভবিষ্যতে কী হবে, তা তিনি অক্ষরে অক্ষরে বলে দিতে পারতেন। বাবা ভাঙ্গা মৃত্যুর আগেও নানা ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন। আগামী কয়েক বছরেই তা ঘটতে চলেছে। এবং সেগুলি ভয়ঙ্কর।

বাবা ভাঙ্গা বলে গিয়েছেন, ২০২৮ সালের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে পৌঁছে যাবে। ২০৩৩ সালের মধ্য়ে জলবায়ু পরিবর্তন ভয়ঙ্কর আকার ধারণ করবে। সমুদ্রের জলস্তর ব্যাপকভাবে বেড়ে যাবে। বহু শহর তলিয়ে যেতে পারে। কী কী সেই ভবিষ্যদ্বাণী?

বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন, ২০৪৩ সালের মধ্যে ইউরোপে মুসলিম শাসন জারি হবে। ২০৪৬ সালে চিকিৎসা বিজ্ঞানে যুগান্তকারী আবিষ্কার হবে। সিন্থেটিক অর্গ্যান বা কৃত্রিম অঙ্গ তৈরি করা হবে ব্যাপকভাবে, যা মানবদেহে প্রতিস্থাপন করা হবে।

তাঁর আরও ভবিষ্যদ্বাণী, ২০৭৬ সালের মধ্যে কমিউনিস্টরা আবার পৃথিবী শাসন করবে। ২০৬৬ সালে আমেরিকা আবিষ্কার করবে প্রকৃতি ধ্বংসকারী অস্ত্র।

পৃথিবী কবে ধ্বংস হবে, তাও বলে গিয়েছেন বাবা ভাঙ্গা। তাঁর ভবিষ্যদ্বাণী অনুসারে, ৫০৭৯ সালে বড় কোনও প্রাকৃতিক বিপর্যয়ের কারণে পৃথিবী ধ্বংস হয়ে যাবে।