Predictions of 2024: মিলতে চলেছে ২০২৪ নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, কী বলেছিলেন তিনি?

Sukla Bhattacharjee |

Feb 17, 2024 | 9:08 PM

Baba Vanga's Prediction: বুলগেরিয়ার ভাঙ্গেলিয়া পান্ডেবা গুসথেরোভায় জন্মগ্রহণ করেছিলেন বাবা ভাঙ্গা। নাম বাবা হলেও তিনি আদতে মহিলা ছিলেন। তিনি চোখে দেখতে পেতেন না। ২৬ বছর আগে ৮৪ বছর বয়সে মারা যান তিনি। তবে যতদিন বেঁচে ছিলেন, তার মধ্যে বিশ্ব সম্পর্কে তিনি অনেক কিছু ভবিষ্যদ্বাণী করেছেন, যার অধিকাংশই বাস্তবের সঙ্গে মিলে গিয়েছে।

Predictions of 2024: মিলতে চলেছে ২০২৪ নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী, কী বলেছিলেন তিনি?
বাবা ভাঙ্গা।
Image Credit source: twitter

Follow Us

সোফিয়া: ভবিষ্যদ্বক্তা হিসাবে বাবা ভাঙ্গার (Baba Vanga) নাম কম-বেশি সকলেরই জানা। তিনি চোখে দেখতে পেতেন না। কিন্তু বিশ্বের বিভিন্ন ঘটনা সম্পর্কে আজ পর্যন্ত যা যা ভবিষ্যদ্বাণী করেছেন, তার সাধারণত অন্যথা হয়নি। স্বাভাবিকভাবেই নতুন বছরে বাবা ভাঙ্গা কী নতুন ভবিষ্যদ্বাণী করছেন, তা শুনতে উন্মুখ থাকেন সকলে। এই বছর সম্পর্কেও বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা।

 

 

কে এই বাবা ভাঙ্গা?

বুলগেরিয়ার ভাঙ্গেলিয়া পান্ডেবা গুসথেরোভায় জন্মগ্রহণ করেছিলেন বাবা ভাঙ্গা। নাম বাবা হলেও তিনি আদতে মহিলা ছিলেন। তিনি চোখে দেখতে পেতেন না। ২৬ বছর আগে ৮৪ বছর বয়সে মারা যান তিনি। তবে যতদিন বেঁচে ছিলেন, তার মধ্যে বিশ্ব সম্পর্কে তিনি অনেক কিছু ভবিষ্যদ্বাণী করেছেন, যার অধিকাংশই বাস্তবের সঙ্গে মিলে গিয়েছে। তাই বুলগেরিয়ান মিস্টিক বলে পরিচিত বাবা ভাঙ্গা। তিনি ২০২৪ সাল সম্পর্কেও বেশ কয়েকটি ভবিষ্যদ্বাণী করেছেন।

২০২৪ সাল সম্পর্কে কী ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা?

ক্যানসার নিরাময়- দ্য সান-এর রিপোর্ট অনুসারে, আলঝাইমার্স এবং ক্যানসার নিরাময়ের নতুন ওষুধ উদ্ভাবন হবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা। এপ্রসঙ্গে বলা যায়, গত ১৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিবৃতি দিয়ে বলেছেন, ক্যানসার ভ্যাকসিন তৈরির ব্যাপারে আমরা এক মাইলস্টোনে পৌঁছেছি।

ব্যাপক অর্থনৈতিক সংকট- বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুসারে, ২০২৪-এ গোটা বিশ্ব চরম অর্থনৈতিক সংকটের সম্মুখীন হবে। এর বিভিন্ন কারণ হতে পারে। যেমন, ভৌগোলিক উত্তেজনা, অর্থনৈতিক ক্ষমতার হস্তান্তর অথবা ঋণের মাত্রা বৃদ্ধি পাওয়া ইত্যাদি। তাঁর এই ভবিষ্যদ্বাণী একেবারে ভুল নয়। সম্প্রতি জাপান বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশের ধাপ থেকে নেমে চতুর্থ স্থানে চলে গিয়েছে। ব্রিটেনও কয়েক ধাপ নেমে গিয়েছে।

সাইবার হামলার বৃদ্ধি- ডেইলি স্টার-এর প্রতিবেদন অনুসারে, সাইবার হামলার ঘটনা বৃদ্ধি পাবে বলে ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা। বাস্তবে এটাই হচ্ছে। পাওয়ার গ্রিড থেকে শুরু করে জল প্রকল্পের প্ল্যান্টও হ্যাকারদের নিশানায়।

প্রাকৃতিক বিপর্যয়- দ্য সান-এর রিপোর্ট অনুসারে, উপগ্রহের কক্ষপথে পরিবর্তন হবে এবং তার জেরে বিশ্বজুড়ে প্রাকৃতিক বিপর্যয় নেমে আসবে বলে বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছিলেন। এছাড়া বায়োলজিক্যাল আগ্নেয়াস্ত্রের পরীক্ষা অথবা হামলা বাড়বে এবং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI) -এর মতো কিছু বিশ্বকে নেতৃত্ব দেবে বলেও ভবিষ্যদ্বাণী করেছিলেন বাবা ভাঙ্গা।

Next Article