
বুলগেরিয়া: জুলাইয়ে রাশিয়ায় ভয়ঙ্কর ভূমিকম্প, তারপরই সুনামি জাপান, আলাস্কা সহ একাধিক জায়গায়। জাপানিজ বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী সত্যি হয়ে গিয়েছে। এবার কি বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীও সত্যি হয়ে যাবে? এই অগস্ট মাসেই ভয়ঙ্কর এক ভবিষ্যদ্বাণী করে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। কী সেই ভবিষ্যদ্বাণী?
বুলগেরিয়ার বাসিন্দা ছিলেন বাবা ভাঙ্গা। চোখে দেখতে পেতেন না এই দূরদর্শী মহিলা, তবে নিখুঁত ভবিষ্যত বলে দিতেন। ১৯৯৬ সালে মারা গিয়েছেন তিনি, কিন্তু মৃত্যুর আগে ভবিষ্য়দ্বাণী করে গিয়েছেন অনেক কিছু। এমনকী, পৃথিবী কবে ধ্বংস হবে, তাও বলে গিয়েছেন। চলতি বছরের অগস্ট মাসের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন বাবা ভাঙ্গা।
বাবা ভাঙ্গা বলে গিয়েছিলেন যে চলতি বছরের অগস্ট মাসে পৃথিবীতে দেখা দেবে ডবল ফায়ার। একটা আগুন নেমে আসবে আকাশ থেকে, আরেকটা আগুন উঠবে পৃথিবী থেকে। তবে বাবা ভাঙ্গা এই ‘ডবল ফায়ার’-এ ঠিক কী বোঝাতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।
অনেকেই মনে করছেন, পৃথিবী থেকে আগুন ওঠার যে বিষয়টি বলেছেন, তা দাবানল হতে পারে। ইতিমধ্যেই ফ্রান্সে দাবানল লেগেছে। ২৭ হাজার একরেরও বেশি জমি পুড়ে গিয়েছে ইতিমধ্যে। অনেকে আবার মনে করছেন, ভয়ঙ্কর কোন আগ্নেয়গিরি জেগে উঠতে পারে। আকাশ থেকে আগুন নেমে আসার বিষয়টি উল্কাপাত হতে পারে।
বাবা ভাঙ্গা তাঁর ভবিষ্যদ্বাণীতে আরও বলে গিয়েছেন যে অগস্ট মাসেই মানবতা এমন জ্ঞান বা তথ্য সম্পর্কে অবগত হবে যা কখনও জানতে চায়নি। অর্থাৎ এমন কোনও তথ্য বা বিষয় সামনে আসবে, যা সকলকে চমকে দেবে। যা কেউ জানতে প্রস্তুত নয়। এই সত্য সামনে এলে তা আর লুকানো যাবে না। অনেকের মতে, এটি বায়োটেকনোলজি বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত কিছু হতে পারে।
বাবা ভাঙ্গা আরও একটি অদ্ভুত ভবিষ্যদ্বাণী করেছেন। তিনি লিখে গিয়েছেন, “হাত ভেঙে দুই টুকরো হবে, এবং তারা নিজ নিজ পথে চলবে”। অনেকের অনুমান, ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়নের মতো বড় কোনও সংগঠন বা জোট ভেঙে যেতে পারে।
এছাড়াও বাবা ভাঙ্গা চলতি বছরে আরও বিপর্যয়, ইউরোপের জনসংখ্যা হ্রাস এবং এলিয়েন বা ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগ স্থাপন হতে পারে বলেও ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন।