AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran: মার্কিন হানায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে পরমাণুঘাঁটির? মুখ খুলল ইরান

Iran: ইরান ও ইজরায়েলের সংঘাতে সরাসরি জড়িয়ে ইরানের তিনটি পরমাণুঘাঁটি নাতানজ, ইশফাহান ও বোরডোতে হামলা চালায় মার্কিন সেনা। পরমাণুঘাঁটিতে হামলা নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডলে ট্রাম্প লেখেন, ইতিহাসের অন্যতম সফল সেনা অভিযান। ইরানের পরমাণুঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

Iran: মার্কিন হানায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে পরমাণুঘাঁটির? মুখ খুলল ইরান
মার্কিন সেনার হামলার পর স্যাটেলাইটে ধরা পড়েছে ইশফাহান পরমাণুঘাঁটির এই ছবিImage Credit: PTI
| Updated on: Jun 25, 2025 | 7:41 PM
Share

তেহরান: আমেরিকার হামলায় কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের তিনটি পরমাণুঘাঁটি? মার্কিন সেনা ওই তিনটি পরমাণুঘাঁটিতে বাঙ্কার বাস্টার বোমা ফেলার পর থেকেই প্রশ্ন উঠছিল। ইরান ক্ষয়ক্ষতির কথা স্বীকার না করায়, জল্পনা আরও বাড়ছিল। এই নিয়ে সংবাদমাধ্যমে প্রশ্ন ওঠায় ফুঁসে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, মার্কিন সেনার হামলায় ইরানের পরমাণুঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে। তাঁর এই দাবির পর এবার মুখ খুলল ইরান। মার্কিন সেনার হামলায় পরমাণুঘাঁটিগুলির কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা স্বীকার করল। কী বলল ইরান?

ইরান ও ইজরায়েলের সংঘাতে সরাসরি জড়িয়ে ইরানের তিনটি পরমাণুঘাঁটি নাতানজ, ইশফাহান ও বোরডোতে হামলা চালায় মার্কিন সেনা। পরমাণুঘাঁটিতে হামলা নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডলে ট্রাম্প লেখেন, ইতিহাসের অন্যতম সফল সেনা অভিযান। ইরানের পরমাণুঘাঁটিগুলি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

ট্রাম্পের এই দাবি কতটা ঠিক, তা নিয়ে জল্পনার মধ্যেই মুখ খুলল ইরান। পরমাণুঘাঁটিতে ক্ষয়ক্ষতির কথা স্বীকার করল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এসমেইল বাঘায়েই বলেন, “এটা ঠিক যে আমাদের পরমাণুঘাঁটি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে।” তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা, তা নিয়ে বিশদে কিছু বলতে চাননি তিনি।

ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র যখন স্বীকার করছেন যে আমেরিকার হামলায় তাঁদের পরমাণুঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দাবি করেন, নাতানজ ও ইশফাহান পরমাণুঘাঁটি ধ্বংস করেছে ইজরায়েল। তিনি আরও দাবি করেন, ইরান কোনওদিন পরমাণু অস্ত্র বানাতে পারবে না। জাতির উদ্দেশে ভাষণে নেতানিয়াহু বলেন, “ইরানের পারমাণবিক কর্মসূচি ব্যর্থ করেছে ইজরায়েল। ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করতে পারবে না। ইরানে কেউ যদি পরমাণু কর্মসূচি ফের চেষ্টা করে, তবে একইরককভাবে তা ব্যর্থ করতে আমরা পদক্ষেপ করব।”