
ঢাকা: বাংলাদেশে প্রধান উপদেষ্টা নির্বাচন। তা হলে ইউনূসের কি যাওয়ার সময় হয়ে এল? ওয়াকিবহাল মহল বলছে, হ্যাঁ। তবে এমন নয় যে ইউনূসকে সরিয়ে অন্তর্বর্তী সরকারের মাথায় অন্য কোনও প্রধান উপদেষ্টা আনছে বাংলাদেশ।
সেদেশের সংবাদমাধ্যম সমকাল-এর একটি প্রতিবেদন অনুযায়ী, এই প্রধান উপদেষ্টা নিয়োগ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের জন্য। বাংলাদেশে নির্বাচনকালীন সময়ে কোনও রাজনৈতিক দলের সরকার থাকে না। যাতে নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠ হয়। কিন্তু হাসিনার শাসনকালে এই নিয়মে ব্যাঘাত ঘটেছিল। সেই সময় নির্বাচন চললেও মাথায় বসে থাকত আওয়ামী লীগই।
সেই সময়কাল এখন পেরিয়ে গিয়েছে। অন্তর্বর্তী সরকার আগামী বছরের মধ্যে নির্বাচন করানোর কথা ঘোষণা করেছে। আর সেই নির্বাচনকালীন সময়ে গোটা বিষয়ের দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, তাই নিয়েই এখন চর্চা নানা মহলে। ইতিমধ্য়েই ওই সরকারের প্রধান উপদেষ্টা কীভাবে নিয়োগ হবে সেই দু’টি বিকল্প প্রস্তাব জমা দিয়েছে, বিএনপি, জামায়াত, এনসিপি-সহ একাধিক দল।
বাংলাদেশে নির্বাচন একেবারে দোরগোড়ায়। সম্প্রতি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলাবিষয়ক যত প্রস্তুতি, তা ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে ১৭ হাজার নতুন নিয়োগ হবে। এছাড়াও নির্বাচন পরিচালনা যাতে সুষ্ঠ ভাবে হয়, সেই দায়িত্বে থাকবে সেনাবাহিনী। কোথাও কোথাও পুলিশ-প্রশাসন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ উঠে আসছে। এ জন্যই নির্বাচনের সময় তাদের নিরাপেক্ষতা বজায় রাখতে নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’