
বাংলাদেশ: প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়ে ভারতে পৌঁছে গিয়েছেন তিনি। তাঁর বাসভবন কার্যত দখল নিয়েছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে বাংলাদেশে প্রশাসন কীভাবে চলবে, সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেটাই জানালেন সেনাপ্রধান ওয়াকার- উজ-জামান। ইতিমধ্য়েই এই বিষয়ে বৈঠক হয়েছে সব দলের সঙ্গে।
ঠিক কোন পথে এগোবে বাংলাদেশ? কী বলছেন সেনাপ্রধান?
বাংলাদেশের সেনাপ্রধান বলেন, “আমরা সুন্দর আলোচনা করেছি। সিদ্ধান্ত নিয়েছি যে অন্তর্বর্তী সরকার গঠন করব। সেই অন্তর্বর্তী সরকার মাধ্যমেই সব কাজ চলবে বাংলাদেশে। রাষ্ট্রপতির সঙ্গে এ ব্যাপারে আলোচনা করব।”
আন্দোলনকারীদের আশ্বস্ত করে সেনাপ্রধান বলেন, “আমি কথা দিচ্ছি, সব হত্যা ও অন্যায়ের বিচার আমরা করব। সেনাবাহিনীর ওপর আস্থা রাখুন। আপনাদের দাবি পূরণ করব। দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনব। আর ভাঙচুর-হত্যা মারামারি সংঘর্ষ থেকে বিরত থাকুন।”
সব দলের নেতাদের সঙ্গে কথা হয়েছে বলে জানিয়েছেন তিনি। তাঁদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছিল সেনা। এরপর রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা হয়। তিনি আরও বলেন, প্রতিটি হত্যার বিচার হবে। সব মানুষের মত নিয়েই তৈরি হবে বাংলাদেশের নতুন সরকার।
সূত্রের খবর, দেশ ছাড়ার আগে জাতির উদ্দেশে একটা বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তাঁকে সেই সুযোগও দেওয়া হয়নি। তাঁর বোন রেহানাও এসেছেন ভারতে।