Bangladesh Army: ‘অবাঞ্ছিত কাজ…’, ভারতের একটা পদক্ষেপেই ফুঁসছে বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল

Bangladesh Army Vows Against India: কিন্তু ভারত এই বাংলাদেশিদের ফেরত পাঠাতেই ক্ষেপেছে ওদের দেশের সেনা। বাংলাদেশের DMOD বা ডিরেক্টর অব মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উড-দৌলা ভারতের এই পদক্ষেপকে 'পুশ-ইন' ও 'অবাঞ্চনীয়' বলে মন্তব্য করেছেন।

Bangladesh Army: অবাঞ্ছিত কাজ..., ভারতের একটা পদক্ষেপেই ফুঁসছে বাংলাদেশের ব্রিগেডিয়ার জেনারেল
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

May 27, 2025 | 4:30 PM

ঢাকা: অনুপ্রবেশে আপত্তি নেই। ঘাড় ধাক্কা দিয়ে দেশে পাঠালেই ফোঁস করে উঠছে বাংলাদেশ। সিঁদুর পরবর্তী সময়ে ও বাংলাদেশ অস্থির পরিস্থিতি তৈরি হতেই দেশের অন্দরে থাকা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের আবার ঠেলে নিজেদের দেশে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। বাংলা-সহ দেশের একাধিক রাজ্য থেকে গ্রেফতার করা হচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের। মঙ্গলেও চলেছে সেই গ্রেফতার ও অভিবাসনের কাজ। নদিয়া, এমনকি শহর কলকাতা থেকেও তোলা হয়েছে বহু বাংলাদেশি।

কিন্তু ভারত এই বাংলাদেশিদের ফেরত পাঠাতেই ক্ষেপেছে ওদের দেশের সেনা। বাংলাদেশের DMOD বা ডিরেক্টর অব মিলিটারি অপারেশনস ডিরেক্টরেট ব্রিগেডিয়ার জেনারেল মহম্মদ নাজিম-উড-দৌলা ভারতের এই পদক্ষেপকে ‘পুশ-ইন’ ও ‘অবাঞ্চনীয়’ বলে মন্তব্য করেছেন।

ঢাকা ট্রিবিউনকে দেওয়া সাক্ষাৎকারে এই ব্রিগেডিয়ার জেনারেল বলেন, ‘বিজিবি গোটা ব্যাপারটার বিরুদ্ধে মোকাবিলা করে যাচ্ছে। তবে প্রয়োজনে বা সরকারি নির্দেশ পেলে ওরাও হস্তক্ষেপ করবে। তবে এই ঘটনাকে আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না।’

গত বছর থেকেই বাংলাদেশি রোহিঙ্গাদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে নয়াদিল্লি। পরিসংখ্যান বলছে, খোদ ২০২৪ সালে ২৯৫ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে ফিরিয়ে দিয়েছে ভারত। চলতি বছরের এপ্রিল পর্যন্ত ফিরিয়ে দেওয়া হয়েছে ১০০ জন অনুপ্রবেশকারীকে। এমনকি, জয়পুর পুলিশ এখনও পর্যন্ত আটক করেছে ৫০০ রোহিঙ্গাকে। আহমেদাবাদ পুলিশের হাতে আটক হয়েছে সহস্র।