Bangladesh Plane Crash: বাংলাদেশে স্কুলের উপরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩১

Bangladesh Plane Crash: জানা গিয়েছে, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপরে ভেঙে পড়ে বিমানটি। বিল্ডিংটি ভেঙে পড়ে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে।

Bangladesh Plane Crash:  বাংলাদেশে স্কুলের উপরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩১
বাংলাদেশে ভেঙে পড়ল বিমান।Image Credit source: X

| Edited By: Avra Chattopadhyay

Jul 22, 2025 | 4:20 PM

ঢাকা: বাংলাদেশে ভেঙে পড়ল বিমান। আজ, সোমবার দুুপুরে ঢাকার একটি কলেজের উপরে ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যুর খবর মিলেছে। হাসপাতালে ভর্তি কমপক্ষে ২০ জন।

জানা গিয়েছে, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনের উপরে ভেঙে পড়ে সেনা বাহিনীর বিমানটি। বাংলাদেশ বিমানবাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমান এটি। ওড়ার ১২ মিনিটের মধ্যে ভেঙে পড়েছে বিমানটি,এমনটাই জানা গিয়েছে।

স্কুলের উপরে বিমানটি ভেঙে পড়েছে। ইতিমধ্যেই উদ্ধারকাজ শুরু করা হয়েছে। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জন পড়ুয়া, ২ জন শিক্ষক এবং বিমানের পাইলটের মৃত্যু হয়েছে। আহত কমপক্ষে ২০ জন। আহতরা সকলেই শিক্ষার্থী বলে জানা গিয়েছে। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

পরিস্থিতি সামাল দিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, উত্তরার ওই স্কুলটি তখন ছুটি হয়ে গিয়েছিল। বেশ কিছু পড়ুয়া ইতিমধ্যেই স্কুল থেকে বেরিয়ে গিয়েছিল। কিছু পড়ুয়া তখনও স্কুলের ভিতরে ছিলেন। সেই সময়ে বিমানটি ভেঙে পড়ে। স্কুলের দোতলা ভবনের সামনে বিমানটি ভেঙে পড়ে।  দুর্ঘটনায় একাধিক পড়ুয়া আহত হয়েছেন।

জানা গিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর এফ -৭ বিজিআই প্রশিক্ষণ বিমানটি চিনের তৈরি। কীভাবে বিমানটি ভেঙে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
সর্বশেষ পাওয়া আপডেট অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩১। যার মধ্যে ২৫ জন শিশু। আহত ১৭১ জন। হাসপাতালে ভর্তি ৭৮ জন।