Bangladesh: বাংলাদেশে ‘রিহার্সাল নির্বাচন’! ভোটের আগেই কী পরিকল্পনা ইউনূসের?

Bangladesh: এ জন্যই নির্বাচনের সময় তাদের নিরাপেক্ষতা বজায় রাখতে নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।' পাশাপাশি, প্রয়োজনে 'রিহার্সাল নির্বাচনও' হতে পারে বলে দাবি করেন শফিকুল আলম।

Bangladesh: বাংলাদেশে রিহার্সাল নির্বাচন! ভোটের আগেই কী পরিকল্পনা ইউনূসের?
প্রতীকী ছবিImage Credit source: Getty Image

|

Jul 10, 2025 | 3:34 PM

ঢাকা: দেখতে দেখতে এগিয়ে আসছে নির্বাচনের সময়। আগামী বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই বাংলাদেশে আয়োজিত হবে জাতীয় সংসদ নির্বাচন। আর তার আগেই সব প্রস্তুতি সেরে ফেলতে চায় ইউনূসের অন্তবর্তী সরকার।

বুধবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির আলম চৌধুরী-সহ আইনশৃঙ্খলা বিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস ।

ইউনূসের নির্দেশের পর পদ্মা পাড়ের দেশে নির্বাচন ঘিরে তুঙ্গে প্রস্তুতি। এদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলাবিষয়ক যত প্রস্তুতি, তা ডিসেম্বরের মধ্যেই শেষ হবে। বিভিন্ন নিরাপত্তা বাহিনীতে ১৭ হাজার নতুন নিয়োগ হবে। এছাড়াও নির্বাচন পরিচালনা যাতে সুষ্ঠ ভাবে হয়, সেই দায়িত্বে থাকবে সেনাবাহিনী।

তাঁর সংযোজন, ‘এখনও কোথাও কোথাও পুলিশ-প্রশাসন স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের পক্ষে কাজ করছে বলে অভিযোগ উঠে আসছে। এ জন্যই নির্বাচনের সময় তাদের নিরাপেক্ষতা বজায় রাখতে নিবিড় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।’ পাশাপাশি, প্রয়োজনে ‘রিহার্সাল নির্বাচনও’ হতে পারে বলে দাবি করেন শফিকুল আলম।

এদিন তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন, আগে যে ধরনের নির্বাচন হয়েছিল, সেটা কার্যত লোক দেখানো। এই পরিস্থিতিতে একটা প্রকৃত নির্বাচন কীভাবে হয়, সেটার প্রশিক্ষণ প্রয়োজন। কার কী কাজ, সেটা ভাল করে বুঝে নেওয়া প্রয়োজন। তাই প্রয়োজনে একটা রিহার্সাল নির্বাচনও করানো যেতে পারে। যাতে সবাই ব্যাপারটা ঠিক মতো বুঝে যান।’