Bangladesh: ‘পদত্যাগ’ টালবাহানা কাটিয়ে চিনের শত্রু দেশের থেকে ঋণ নিতে যাচ্ছেন ইউনূস

Yunus Visit Japan: ইউনূস সরকারের বিরুদ্ধে কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা। চলছে আন্দোলন, বিক্ষোভ। আর এই অচলাবস্থার মাঝেই ভিন দেশে পাড়ি দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

Bangladesh: পদত্যাগ টালবাহানা কাটিয়ে চিনের শত্রু দেশের থেকে ঋণ নিতে যাচ্ছেন ইউনূস
প্রতীকী ছবিImage Credit source: Getty Image | PTI

|

May 26, 2025 | 1:30 PM

ঢাকা: বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা কি কেটেছে? পদত্য়াগের টালবাহানা নিয়ে সাময়িক স্থিরতা তৈরি হলেও অন্তর্বর্তী সরকারের ভবিষ্যৎ এখনও চাপের মুখেই, বলছে ওয়াকিবহাল মহল। একদিকে পদ্মা পাড়ের দেশে তলে তলে চড়ছে রাজনৈতিক ক্ষোভ। মুখে পাশে থাকার বার্তা দিলেও পরিস্থিতি এখনও সঙ্গীন বলেই মনে করছেন অনেকে।

একদিকে রাজনৈতিক অস্থিরতা। অন্যদিকে আবার জনগণের মধ্য়ে তৈরি হওয়া ক্ষোভ। সম্প্রতি, ইউনূস সরকারের বিরুদ্ধে কর্মবিরতির ডাক দিয়েছেন সরকারি কর্মচারীরা। চলছে আন্দোলন, বিক্ষোভ। আর এই অচলাবস্থার মাঝেই ভিন দেশে পাড়ি দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস।

সেদেশের ভারপ্রাপ্ত বিদেশ সচিব নুরুল আলম সিদ্দিকী জানিয়েছেন, আগামিকাল অর্থাৎ মঙ্গলবার চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস। সম্প্রতি, বিনিয়োগ টানতে চিনে গিয়েছিলেন তিনি। এবার যাচ্ছে শিয়ের শত্রু দেশে।

আগামী ২৯ ও ৩০ মে জাপানের রাজধানী টোকিওতে আয়োজন হতে চলেছে নিক্কেই ফোরাম সম্মেলন। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, সেই বাণিজ্যিক সম্মেলনে যোগ দিতে চলেছেন ইউনূস। পাশাপাশি, জাপানের কাছ থেকে ১০০ কোটি মার্কিন ডলারের স্বল্প সুদে ঋণ নেওয়ার পরিকল্পনা করছেন তিনি। এই প্রসঙ্গে বিদেশ সচিব আরও জানিয়েছেন, জাপান সফরকালে সেই দেশের সঙ্গে মোট ৭টি চুক্তি ও সমঝোতা পত্রও স্বাক্ষর করবেন প্রধান উপদেষ্টা।