Bangladesh: কী চাইছেন ইউনূস! ভারতের রাষ্ট্রদূতকে তলব বাংলাদেশের বিদেশ মন্ত্রকের

Bangladesh High Commission: ২০২৪ সালের অগস্ট মাসে বাংলাদেশে অশান্তি-আন্দোলনের পরই ভারত সরকার হাই কমিশন থেকে অনেক কর্মীদের সরিয়ে নিয়ে আসে। সম্প্রতি শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ যখন ভারতের হাই কমিশনারকে তলব করেছিল, তখনও ভারত বিবৃতি দিয়ে বলে, “বাংলাদেশে শান্তিপূর্ণভাবে অবাধ, সুষ্ঠ ও অন্তর্ভুক্তিমূলক, বিশ্বাসযোগ্য নির্বাচনের পক্ষে ভারত।”

Bangladesh: কী চাইছেন ইউনূস! ভারতের রাষ্ট্রদূতকে তলব বাংলাদেশের বিদেশ মন্ত্রকের
Image Credit source: TV9 Bangla

Dec 23, 2025 | 12:56 PM

বাংলাদেশ: অশান্তির আবহে ভারতের রাষ্ট্রদূতকে তলব বাংলাদেশের বিদেশ মন্ত্রকের। আজ, মঙ্গলবার সকালে ভারতের রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করা হয়েছে। বাংলাদেশের বিদেশ সচিব আসাদ আলম সিয়াম এদিন সকাল ১০টায় তাঁকে তলব করেন। সোমবারই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিবৃতি দেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইউনূস কীভাবে হাতের পুতুল হয়ে গিয়েছে, সেই বার্তাই দেন তিনি। এরপরই তলব করা হল ভারতের রাষ্ট্রদূতকে।

সূত্রের খবর, ভারতে দীপু দাস হত্যার প্রতিবাদে বিক্ষোভ যেভাবে বাড়ছে, তাতেই বিচলিত বাংলাদেশ। জায়গায় জায়গায় হাইকমিশনের দফতর বা ভিসা কেন্দ্রের সামনে চলছে বিক্ষোভ। দীপু দাস হত্যার বিচার চেয়ে ইতিমধ্যেই বার্তা দিয়েছে বিদেশ মন্ত্রকও। সেই আবহে বাংলাদেশের দাবি, নিরাপত্তা বাড়ানো হোক। দিল্লি বা কলকাতায় যে সব বাংলাদেশি মিশন চলছে, সেগুলির ক্ষেত্রেও নিরাপত্তা বাড়ানোর কথা বলা হয়েছে।

এর আগে বিজয় দিবসের আগের দিনই ভারতের সেভেন সিস্টার্স আলাদা করে দেওয়ার হুমকি দিয়েছিলেন বাংলাদেশি নেতা। এরপরই বিদেশ মন্ত্রকের তরফে তলব করা হল বাংলাদেশের হাই কমিশনারকে। ভারতীয় হাই কমিশনকে হুমকি এবং দেশ বিরোধী উসকানিমূলক মন্তব্যেরও তীব্র প্রতিবাদ করা হয়েছে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে।

সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া ইমেইল সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতার শীর্ষে থাকা মহম্মদ ইউনূসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন। ভারত বিরোধী নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির হত্য়া এবং তারপর বাংলাদেশ জুড়ে যে নৌরাজ্যের পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার প্রমাণ বলে উল্লেখ করেছেন তিনি।