e Sheikh Hasina: হাসিনার আড়াই কোটি টাকার খাবারের বিল বাকি, বেজায় চাপে ইউনূস! - Bengali News | Bangladesh Former PM Sheikh Hasina's Food Bill Pending Over 2 Crore 50 Lakhs, Yunus Govt Reluctant to Repay it | TV9 Bangla News

Sheikh Hasina: হাসিনার আড়াই কোটি টাকার খাবারের বিল বাকি, বেজায় চাপে ইউনূস!

Bangladesh: হোটেল অবকাশ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন গণভবনে যেমন খাবার সরবরাহ করত, তেমনই এখন মহম্মদ ইউনূসের বাসভবন যমুনাতেও খাবার সরবরাহ করে এই হোটেল। হাসিনা যেমন বিল মেটাননি, তেমনই মহম্মদ ইউনূসেরও খাবারের বিল বাকি রয়েছে।

Sheikh Hasina: হাসিনার আড়াই কোটি টাকার খাবারের বিল বাকি, বেজায় চাপে ইউনূস!
ফাইল চিত্র।Image Credit source: PTI

|

Jan 31, 2026 | 6:32 PM

ঢাকা: বাংলাদেশে আর ক’দিন পরই জাতীয় নির্বাচন। অন্তর্বর্তী সরকারের ইতি ঘটিয়ে ফের একবার নির্বাচিত সরকার গঠন হতে চলেছে। তবে এখনও শেখ হাসিনার রেশ থেকেই বের হতে পারছে না ইউনূস সরকার। বলা ভাল, হাসিনার দেনার চাপে পড়েছেন মহম্মদ ইউনূস। তাও আবার অল্প টাকা নয়, আড়াই কোটি টাকার দেনা!

কথায় আছে, লাগে টাকা, দেবে গৌরী সেন। বাংলাদেশেও কার্যত সেই নিয়মই চলছিল। শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে ছিলেন, তখন তাঁর বাসভবন গণভবনে খাবার সরবরাহ করত বাংলাদেশের একটি হোটেল। সেই সরকারের পতন হয়েছে, দেশ ছেড়ে চলে গিয়েছেন শেখ হাসিনা। বকেয়া রয়ে গিয়েছে গণভবনের খাবারের বিল।

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, গণভবনের খাবার বাবদ বিল বকেয়া রয়েছে আড়াই কোটি টাকা। এর মধ্য়ে খাবারের বিল যেমন রয়েছে, তেমনই রান্নাঘরের সবজি ও অন্যান্য পণ্যের বিলও বাকি। এই সব কিছুই সরবরাহ করতে এই হোটেল। হাসিনা সরকারের পতনের এক বছর কেটে গেলেও, সেই টাকা এখনও বাকি রয়েছে। মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর যখন সেই সরকারের কাছে বিল মেটানোর আবেদন করা হয়, তখন তারাও নারাজ।

হোটেল অবকাশ। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন গণভবনে যেমন খাবার সরবরাহ করত, তেমনই এখন মহম্মদ ইউনূসের বাসভবন যমুনাতেও খাবার সরবরাহ করে এই হোটেল। হাসিনা যেমন বিল মেটাননি, তেমনই মহম্মদ ইউনূসেরও খাবারের বিল বাকি রয়েছে। জানা গিয়েছে, হাসিনার বিল বাবদ পাওনা ২ কোটি ৫৪ লক্ষ ৫০ হাজার টাকা। অন্যদিকে, ইউনূসের বাসভবনেখাবারের বকেয়া বিল ৩৪ লক্ষ ৭৩ হাজার টাকা।

প্রথম আলো-র প্রতিবেদন অনুযায়ী, একাধিকবার এই বিল মেটানোর কথা বললেও, ইউনূস সরকার সেই টাকা মেটায়নি। তাদের কথা, পুরনো সরকারের বিল অন্তর্বর্তী সরকার মেটাবে না। এবার মহা আতান্তরে পড়েছে হোটেল কর্তৃপক্ষ। নতুন সরকার নির্বাচিত হলে, তারা এই খাবারের বিল মেটাবে কি না, তা নিয়েও সন্দিহান।