Bangladesh: বাংলাদেশে ঢুকল ৭,০০,০০,০০,০০,০০ টাকা! কাদের আমানতে ফুলছে ইউনূস সরকার?

Bangladesh: গোটা পালাবদলের পর্যায়ে দেশের আর্থিক কাঠামো ভেঙে পড়ার আরও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল রেমিট্যান্স বা বিদেশ থেকে পরিযায়ীদের টাকা পাঠানো বন্ধ করে দেওয়া।

Bangladesh: বাংলাদেশে ঢুকল ৭,০০,০০,০০,০০,০০ টাকা! কাদের আমানতে ফুলছে ইউনূস সরকার?
প্রতীকী ছবিImage Credit source: Getty image | Facebook

|

Mar 10, 2025 | 12:54 PM

ঢাকা: বিদেশ থেকে ঢুকছে কোটি কোটি টাকা। মার্চ মাসের প্রথম ৮ দিনেই বাংলাদেশে এসেছে ৮১ কোটি ৪২ লক্ষ ৯০ হাজার মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় এই টাকার পরিমাণ সাত হাজার কোটি টাকারও অধিক। কিন্তু কেই বা এত টাকা পাঠাচ্ছে বাংলাদেশে? প্রশাসনিক মহল বলছে, বিদেশি পরিযায়ীদের টাকা আবার নিজের জায়গা ফিরে পাচ্ছে বাংলাদেশের অর্থনীতি।

গত বছরের পালাবদল, তারপর দেশজুড়ে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার জেরে অনেকটাই সঙ্গীন হয়েছে দেশের অর্থনৈতিক পরিস্থিতি। সূত্রের খবর, ২০২৪ অর্থবর্ষে আগের তুলনায় প্রায় ১ শতাংশ পড়ে গিয়েছে সেদেশের জিডিপি। বাংলাদেশের অর্থনীতির অনেকটাই নির্ভর করে থাকে, তাদের বস্ত্র শিল্পের উপর। পালাবদলে কারণে প্রভাব পড়েছিল সেই বাণিজ্যেও। মাস কয়েকের জন্য রুখে রপ্তানির কাজ। যার জেরে ৩ থেকে ৫ শতাংশ মুনাফা পড়ে সেই ব্য়বসাতেও।

গোটা পালাবদলের পর্যায়ে দেশের আর্থিক কাঠামো ভেঙে পড়ার আরও একটা বড় কারণ হয়ে দাঁড়িয়েছিল রেমিট্যান্স বা বিদেশ থেকে পরিযায়ীদের টাকা পাঠানো বন্ধ করে দেওয়া। সরকারি সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের জিডিপির ৬ থেকে ৭ শতাংশ নির্ভর করে এই রেমিট্যান্সের উপর। বিদেশ থেকে টাকা বন্ধ হলেই ধুঁকতে শুরু করে সেই অর্থনৈতিক ব্যবস্থা। পালাবদলের কালে ঘটেছিল এমনটাই।

তবে এখন পরিস্থিতি একটু স্বাভাবিক। বিদেশের কর্মরত বাংলাদেশিদের টাকায় আবার ফুলে ফেঁপে উঠছে ইউনূসের বাংলাদেশ। সেদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন বছর পড়ে থেকে গত দু’মাসেই ১০ হাজার ৫০০ কোটি টাকা রেমিট্যান্স এসেছে বাংলাদেশ। এমনকি, মার্চ মাসের প্রথম ৮ দিনেই প্রায় সাত হাজার কোটি বিদেশি আয় ঢুকেছে সেদেশে।