Bangladesh: আজ থেকে আর পর্ন দেখতে পারবেন না বাংলাদেশিরা, বড় সিদ্ধান্ত ইউনূস সরকারের

Avra Chattopadhyay |

Mar 14, 2025 | 5:40 PM

Bangladesh: সেই একই দিনে আবার সচিবালয় থেকে জরুরি ভিত্তিতে একটি সাংবাদিক বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেখান থেকেই সাত দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি দেশে পর্নোগ্রাফি বন্ধ করার ঘোষণা করেন তিনি।

Bangladesh: আজ থেকে আর পর্ন দেখতে পারবেন না বাংলাদেশিরা, বড় সিদ্ধান্ত ইউনূস সরকারের
প্রতীকী ছবি
Image Credit source: Meta AI

Follow Us

ঢাকা: আজ থেকে আর পর্ন দেখতে পারবেন না বাংলাদেশিরা। বৃহস্পতিবার বিকালে জারি বিবৃতি। শুক্রবার থেকে হল কার্যকর। বাংলাদেশে বন্ধ হয়ে গেল সব পর্নোগ্রাফির সাইট। কাঁটা ফেলল ইউনূসের সরকার।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত?

ঘটনার সূত্রপাত একটি ধর্ষণকাণ্ড ঘিরে। গত সপ্তাহেই সেদেশের মাগুরা এলাকায় ধর্ষণের শিকার হয় এক তাজা প্রাণ। এক আত্মীয়ের বাড়িতে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়ে নারকীয় যন্ত্রণার শিকার হতে হয় বছর আটেকে শিশুটিকে। আর সেই ঘটনার রেশ থাকতেই এই সিদ্ধান্ত নিয়ে ফেলল বাংলাদেশের তদারকি সরকার।

বলে রাখা ভাল, গতকালই হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হয়েছে সেই নির্যাতিতার। তারপর থেকে নতুন করে উত্তেজনার পারদ চড়েছে বাংলাদেশের অন্দরে। দুপুরে নির্যাতিতার মৃত্যুর পরেই, রাতে ধর্ষণে অভিযুক্তদের বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা।

সেই একই দিনে আবার সচিবালয় থেকে জরুরি ভিত্তিতে একটি সাংবাদিক বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেখান থেকেই সাত দিনের মধ্যে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার আশ্বাস দেওয়ার পাশাপাশি দেশে পর্নোগ্রাফি বন্ধ করার ঘোষণা করেন তিনি। উপদেষ্টার কথায়, ‘পর্নোগ্রাফির সঙ্গে ধর্ষণের একটা যোগ রয়েছে। তাই শুক্রবার থেকেই এই সাইটগুলো বন্ধ করে দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘সরকার এই ঘটনার পর এক মুহূর্ত দেরি করেনি। অভিযুক্ত প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে। জেরা চলছে। আগামী রোববার অথবা সোমবার থেকেই বিচার প্রক্রিয়ার কাজ শুরু হয়ে যাবে।’