AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাংলাদেশের নোট থেকে বঙ্গবন্ধু মুজিবরের ছবি সরাচ্ছে ইউনূস সরকার, নতুন নোটে ছাপা হবে এই ছবি…

Bangladesh Currency Change: বাংলাদেশের টাকা থেকে বাদ দেওয়া হচ্ছে শেখ মুজিবর রহমানের ছবি। তাঁর পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিটি স্থান পাবে নোটে। ইতিমধ্যেই মহম্মদ ইউনূসের সরকার বাংলাদেশ ব্যাঙ্ককে অনুমোদন দিয়েছে।

বাংলাদেশের নোট থেকে বঙ্গবন্ধু মুজিবরের ছবি সরাচ্ছে ইউনূস সরকার, নতুন নোটে ছাপা হবে এই ছবি...
মুজিবরের ছবি থাকবে না নোটে।Image Credit: Getty Image
| Updated on: Dec 05, 2024 | 8:46 AM
Share

ঢাকা: গণআন্দোলনের মুখে পড়ে চলতি বছরের ৫ অগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে, বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা। সেইদিন ধরা পড়েছিল আরও একটা দৃশ্য। ভাঙা হচ্ছে বাংলাদেশের জনক, বঙ্গবন্ধু শেখ  মুজিবর রহমানের মূর্তি। বাংলাদেশ থেকে মুজিবকে মুছে ফেলতে এবার বড় পদক্ষেপ ইউনূস সরকারের। বাংলাদেশের নোট থেকে বাদ যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ছবি।

‘প্রথম আলো’র প্রতিবেদন অনুসারে, বাংলাদেশের টাকা থেকে বাদ দেওয়া হচ্ছে শেখ মুজিবর রহমানের ছবি। তার পরিবর্তে জুলাই বিপ্লবের গ্রাফিটি স্থান পাবে নোটে। ইতিমধ্যেই মহম্মদ ইউনূসের সরকার বাংলাদেশ ব্যাঙ্ককে অনুমোদন দিয়েছে। আগামী ছয় মাসের মধ্যেই নতুন নোট ছাপা হয়ে যাবে বলে জানা গিয়েছে।

আপাতত ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা এবং ১০০০ টাকার নোটের ছবি বদল করা হচ্ছে বলে জানা গিয়েছে। বঙ্গবন্ধুর ছবির বদলে সেখানে ধর্মীয় স্থান ও জুলাই আন্দোলনের নানা ছবি থাকবে। ইতিমধ্যে টাকা ছাপানোর কাজও শুরু হয়ে গিয়েছে। প্রথম ধাপ সম্পূর্ণ হলে দ্বিতীয় ধাপে বাকি নোটেও পরিবর্তন আনা হবে। বদলে ফেলা হবে কয়েনও।

প্রসঙ্গত, বাংলাদেশে ১, ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোট রয়েছে। ২ টাকা থেকে ১০০০ টাকার সমস্ত নোটেই শেখ মুজিবর রহমানের ছবি থাকত। কয়েনেও মুজিবরের ছবি খোদাই ছিল।

জানা গিয়েছে, গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের মুদ্রায় মুজিবরের ছবি বদলানোর নির্দেশ পাঠায় অর্থ মন্ত্রক। বাংলাদেশ ব্যাঙ্কের মুদ্রা ও নকশা উপদেষ্টা কমিটির সদস্যরা নতুন ছবি সুপারিশ করবে। ইউনূস সরকার সিলমোহর দিলেই সেই ছবি দিয়ে নোট ছাপানো হবে।