Bangladesh: ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি, গদি উলটোচ্ছে ইউনূসের?

ঈপ্সা চ্যাটার্জী |

Mar 25, 2025 | 2:33 PM

Muhammad Yunus: গতকাল সেনা প্রধান যে জরুরি বৈঠক ছিল, সেই বৈঠকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল, আটজন মেজর জেনারেল, কম্যান্ডার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা ছিলেন। সেনার হেডকোয়ার্টারেই ওই বৈঠক হয়।

Bangladesh: ঢাকার দিকে এগোচ্ছে সেনাবাহিনীর গাড়ি, গদি উলটোচ্ছে ইউনূসের?
বাংলাদেশে সেনা অভ্যুত্থান?
Image Credit source: TV9 বাংলা

Follow Us

ঢাকা: গদি উলটাতে চলছে ইউনূস সরকারের? বাংলাদেশে কি সেনার শাসন শুরু হবে? তুঙ্গে জল্পনা। সূত্রের খবর, সোমবারই জরুরি বৈঠক ডেকেছিলেন সেনা প্রধান ওয়াকার-উজ-জামান। এরপরই কান পাতলে শোনা যাচ্ছে, বাংলাদেশের শাসন ক্ষমতার দখল করে নিতে পারে সেনাবাহিনী। গদিচ্যুত করা হতে পারে মহম্মদ ইউনূস ও তাঁর অধীনে থাকা অন্তর্বর্তী সরকারকে।

জানা গিয়েছে, গতকাল সেনা প্রধান যে জরুরি বৈঠক ছিল, সেই বৈঠকে পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল, আটজন মেজর জেনারেল, কম্যান্ডার সহ একাধিক শীর্ষ আধিকারিকরা ছিলেন। সেনার হেডকোয়ার্টারেই ওই বৈঠক হয়।

এই বৈঠকের পরই বাংলাদেশের ঢাকায় বিপুল সেনার গাড়ি ও বাহিনী তলব করা হয়েছে, এমনটাই সূত্রের খবর। বাংলাদেশ সেনার নবম ডিভিশনের বাহিনীকে ডাকা হয়েছে। তারা ইতিমধ্যেই ধাপে ধাপে ঢাকার দিকে এগোতে শুরু করেছে।

অন্য একটি সূত্রে খবর, বাংলাদেশ সেনা দেশজুড়ে নিজেদের ক্ষমতা বাড়াতে চাইছে। বিশেষ করে ঢাকা তাদের হাতের মুঠোয় রাখতে চাইছে।

প্রসঙ্গত, গত সপ্তাহেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মুখ এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ দাবি করেছিলেন যে মহম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দেখতে চাননি সেনা প্রধান জেনারেল ওয়াকার। তাঁর চরম আপত্তি ছিল। তাঁর বক্তব্য ছিল,  “মহম্মদ ইউনূসের নামে মামলা রয়েছে। তিনি দোষী সাব্যস্ত ব্যক্তি। কনভিক্টেড ব্যক্তি কীভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন?”