Bangladesh: বাইরে থেকে তালা লাগিয়ে ঢালা হল পেট্রোল, ঘুমের মধ্যেই পুড়ে শেষ একরত্তি, এ কী ছবি বাংলাদেশের

Bangladesh Updates: অভিযোগ, বেলাল হোসেন নামে ওই বিএনপি নেতার ঘরে আগুন দেওয়া হয়েছে শুক্রবার রাতে। বিএনপি নেতার সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে। এছাড়া ওই বিএনপি নেতা এবং তাঁর আরও দুই মেয়েও আগুনে দগ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। ১৪ বছরের স্মৃতি আক্তার ও ১৭ বছরের বীথি আক্তার অগ্নিদগ্ধ হয়েছে।

Bangladesh: বাইরে থেকে তালা লাগিয়ে ঢালা হল পেট্রোল, ঘুমের মধ্যেই পুড়ে শেষ একরত্তি, এ কী ছবি বাংলাদেশের
Image Credit source: PTI

Dec 20, 2025 | 4:31 PM

বাংলাদেশ: ওসমান হাদির মৃত্যুর জেরে জ্বলছে বাংলাদেশ। কোথাও আগুনে পুড়ছে ঐতিহ্যবাহী ভবন, কোথাও চলছে বেলাগাম ভাঙচুর। পরিকল্পিতভাবে দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছে বিএনপি। আর এবার আগুন লাগিয়ে দেওয়া হল খোদ বিএনপি নেতার বাড়িতেই। বাড়ির ভিতরে তখন সবাই ঘুমোচ্ছে। বাইরে থেকে তালা লাগিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর। মৃত্যু হয়েছে, নেতার সাত বছরের মেয়ের। অগ্নিদগ্ধ আরও তিন।

অভিযোগ, বেলাল হোসেন নামে ওই বিএনপি নেতার ঘরে আগুন দেওয়া হয়েছে শুক্রবার রাতে। বিএনপি নেতার সাত বছর বয়সী মেয়ে আয়েশা আক্তারের মৃত্যু হয়েছে। এছাড়া ওই বিএনপি নেতা এবং তাঁর আরও দুই মেয়েও আগুনে দগ্ধ হয়েছে বলে জানা যাচ্ছে। ১৪ বছরের স্মৃতি আক্তার ও ১৭ বছরের বীথি আক্তার অগ্নিদগ্ধ হয়েছে।

শুক্রবার গভীর রাতে এই ঘটনা ঘটে বাংলাদেশের সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের সূতারগোপ্তা এলাকায়। জানা গিয়েছে, শুধু একজন বিএনপি নেতাই নয়, বেলাল হোসেন লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ছিলেন। সূতারগোপ্তা বাজারে সার ও কীটনাশকের ব্যবসা রয়েছে তাঁর।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাত ২টো নাগাদ এই ঘটনা ঘটে। সেই সময় স্বাভাবিকভাবেই পরিবারের সবাই ঘুমোচ্ছিলেন। পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি নেতৃত্ব।