
ঢাকা: বাংলাদেশে পৌঁছেছে ওসমান হাদির মৃতদেহ। আজ সসম্মানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে। বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাধিত করা হবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে রয়েছে কাজী নজরুল ইসলামের কবর। তার কাছেই স্থান দেওয়া হয়েছে ওসমান হাদিকে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও এ কথা জানিয়েছে। আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হবে হাদির মৃত্যুতে।
শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশের ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছয় হাদির মৃতদেহ। আজ, শনিবার সংসদ ভবনে রাখা থাকবে তাঁর দেহ। হাদির জন্য নামাজের আয়োজনও করা হয়েছে। এরপর হাদিকে কবর দেওয়া হবে। তাঁর পরিবারের অনুরোধেই অন্তর্বর্তী সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে, ওসমান হাদির মৃত্যুকে ঘিরে হিংসা, তাণ্ডব চলছে বাংলাদেশ। ঢাকা, রাজশাহী, খুলনা সহ একাধিক জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়েছে। প্রথম আলো, দ্য় ডেইলি স্টারের মতো সংবাদমাধ্যমের অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় ছায়ানট। ধরিয়ে দেওয়া হয় আগুন। বঙ্গবন্ধু শেখ মুজিবরের বাড়ি, ৩২ ধানমন্ডির যেটুকু ধ্বংসাবশেষ পড়ে আছে, সেটাও ভাঙে মৌলবাদীরা। রাতে হামলা হয় উদীচীতেও। সেখানেও ভাঙচুর করা হয়। আগুন ধরিয়ে দেওয়া হয়। হাসিনা সরকারের প্রাক্তন মন্ত্রীদের বাড়িতেও হামলা, অগ্নিসংযোগ করা হয়েছে।