Sheikh Hasina: ‘অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছিলেন’, প্রধানমন্ত্রী মোদীকে এই কারণে ধন্যবাদ জানালেন হাসিনা

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Sep 04, 2022 | 12:21 PM

Sheikh Hasina Thanked PM Modi: ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কেমন সম্পর্ক, সেই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান যে, বাংলাদেশি নাগরিকদের ভারত সরকার যেভাবে সাহায্য করেছে, তার জন্য বিশেষ ধন্যবাদ জানাতে চান।

Sheikh Hasina: অত্যন্ত বিচক্ষণ সিদ্ধান্ত নিয়েছিলেন, প্রধানমন্ত্রী মোদীকে এই কারণে ধন্যবাদ জানালেন হাসিনা
প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ শেখ হাসিনার। ফাইল চিত্র

Follow Us

ঢাকা: রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময়ে যেভাবে পড়ুয়াদের উদ্ধার করে আনা হয়েছিল, তা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন সাংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময়ে বহু পড়ুয়া সেই দেশে আটকে পড়েছিল। আশ্রয়ের জন্য সেই সময় তারা পোল্যান্ডে গিয়েছিল। কিন্তু যখন পড়ুয়াদের উদ্ধারকাজ শুরু হয়, তখন শুধু ভারতীয় পড়ুয়াদেরই নয়, আমাদের দেশের পড়ুয়াদেরও ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। আমি এর জন্য প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানাতে চাই।”

আগামিকাল, সোমবারই ভারত সফরে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগেই সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। একদিকে যেমন রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময়ে বাংলাদেশি পড়ুয়াদেরও উদ্ধার করে আনার জন্য ধন্যবাদ দেন। তেমনই করোনাকালে ভ্যাকসিন মৈত্রী কর্মসূচির অধীনে ভারত যেভাবে করোনা ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছিল, তার জন্যও ধন্যবাদ জানান তিনি।

প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক মজবুত করার পক্ষেই কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, “দুই দেশের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে বিরোধ থাকলেও, তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।” ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের কেমন সম্পর্ক, সেই বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান যে, বাংলাদেশি নাগরিকদের ভারত সরকার যেভাবে সাহায্য করেছে, তার জন্য বিশেষ ধন্যবাদ জানাতে চান।

ইউক্রেনে ভারতীয় পড়ুয়াদের পাশাপাশি প্রতিবেশী একাধিক দেশের পড়ুয়ারাও আটকে পড়েছিল। উদ্ধারকাজের সময়ে ভারত সরকার নিজেদের পড়ুয়াদের পাশাপাশি প্রতিবেশী দেশগুলির পড়ুয়াদেরও উদ্ধার করে আনা হয়। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাতে চাই। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের সময়ে বহু পড়ুয়াই আটকে পড়েছিল। যখন ভারত সরকার পোল্যান্ড থেকে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধার করে আনার উদ্যোগ নেয়, সেই সময় আমাদের দেশের পড়ুয়াদেরও ফিরিয়ে এনেছিলেন। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাতে চাই এই বন্ধুত্বপূর্ণ উদ্যোগের জন্য।”

ভ্যাকসিন মৈত্রীর কারণে করোনাকালেব বাংলাদেশ কতটা উপকৃত হয়েছিল, সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েও ফের প্রধানমন্ত্রী মোদীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদীকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাতে চাই। আপনারা জানেন যে, শুধু বাংলাদেশ নয়, একাধিক দক্ষিণ এশিয়ার দেশেই করোনা টিকা পাঠানো হয়েছিল, যা অত্যন্ত সাহায্য করেছিল। তিনি (প্রধানমন্ত্রী) অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। পাশাপাশি আমরাও নিজেদের টাকায় ভ্যাকসিন কিনেছি, একাধিক দেশও ভ্যাকসিন দিয়ে সাহায্য করেছিল।”

Next Article