Sheikh Hasina: আরও কড়া পদক্ষেপ হাসিনার, জামাত ও তার ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত শাসকজোটের

Rajib Khan | Edited By: সঞ্জয় পাইকার

Jul 29, 2024 | 9:23 PM

Sheikh Hasina: সোমবার গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামি লিগ-সহ ১৪ দলের শাসকজোটের হয়। ১৪ দলীয় এই জোটের চেয়ারপার্সন হাসিনা। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস দমন, দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে সরকার।

Sheikh Hasina: আরও কড়া পদক্ষেপ হাসিনার, জামাত ও তার ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত শাসকজোটের
সোমবার হাসিনার নেতৃত্বে বৈঠক করে বাংলাদেশের শাসকজোট

Follow Us

ঢাকা: ছাত্রবিক্ষোভে উত্তাল বাংলাদেশ। কোটা আন্দোলনের জেরে প্রাণ গিয়েছে ২০০ জনের বেশি মানুষের। এই আন্দোলনের পিছনে বিএনপি ও জামাতের হাত রয়েছে মনে করছে বাংলাদেশের শাসকজোট। বাংলাদেশের শাসকদল আওয়ামি লিগ ও তাদের জোটসঙ্গীরা সোমবার জামাত-ই-ইসলামি ও তার ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করল। এই সিদ্ধান্ত এবার দেশের সরকার বাস্তবায়িত করবে বলে বৈঠক শেষে জানালেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার গণভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামি লিগ-সহ ১৪ দলের শাসকজোটের হয়। ১৪ দলীয় এই জোটের চেয়ারপার্সন হাসিনা। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, সন্ত্রাস দমন, দেশের জাতীয় নিরাপত্তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। জনগণের মনে স্বস্তি ফিরিয়ে আনতে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছে সরকার। প্রয়োজনীয় পদক্ষেপ করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন ১৪ দলের নেতৃত্ব। আইনশৃঙ্খলা বাহিনী ও সামরিক বাহিনীকেও ধন্যবাদ জানানো হয়েছে।

এরপরই বাংলাদেশে কোটা আন্দোলনের জন্য বিএনপি ও জামাতকে আক্রমণ করলেন আওয়ামি লিগের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “বিএনপি, জামাত, ছাত্রদল, জঙ্গিগোষ্ঠী বাংলাদেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের চেষ্টা করছে। তারা সন্ত্রাস চালিয়ে দেশকে অকার্যকর করার চেষ্টা করছে। তারা দেশে অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করেছে। পুলিশ, সাধারণ মানুষকে হত্যা করে দেহ ঝুলিয়ে রেখেছে। জাতীয় স্বার্থে এই অপশক্তিকে নির্মূল করা প্রয়োজন।”

জামাত-ই ইসলামি ও তার ছাত্র সংগঠন ইসলামি ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় শাসকজোটের বৈঠকে। ওবায়দুল কাদের বলেন, “১৪ দলের এই বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার এই সিদ্ধান্ত কার্যকর করবে সরকার।” সাধারণ মানুষকে আশ্বস্ত করে তিনি বলেন, পড়ুয়াদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে সরকার।

Next Article