Bangladesh Plane Crash: ঢাকায় মৃত ২৫ শিশু, বিমান দুর্ঘটনায় কাল হল ‘মেড-ইন-চিন’

Bangladesh Plane Crash: বিমানের মডেলের নাম এফটি-৭ বিজিআই। এটি একটি চিনা যুদ্ধবিমান। 'যান্ত্রীক গোলযোগের' কারণেই আকাশে ভেসে থাকতে পারে না বিমানটি। ফল আপাতত সকলের চোখের সামনে।

Bangladesh Plane Crash: ঢাকায় মৃত ২৫ শিশু, বিমান দুর্ঘটনায় কাল হল মেড-ইন-চিন
Image Credit source: PTI

|

Jul 22, 2025 | 1:03 PM

ঢাকা: সোমবার দুপুরে গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিল একটা ঘটনা। ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর আচমকাই ভেঙে পড়ল একটি বায়ুসেনার প্রশিক্ষণ বিমান। জানা গিয়েছে, ওড়ার ১২ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। রাত অবধি চলে উদ্ধারকাজ। প্রথম আলো সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৭ জনের। যাদের মধ্য়ে ২৫ জন শিশু। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন।

বাংলাদেশের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর জানিয়েছে, সোমবার দুপুর ১টা ৬মিনিট নাগাদ ঢাকার কুর্মিটোলার বায়ুসেনা বিমানঘাঁটি এ কে খন্দকার থেকে উড়ান নেয় এই প্রশিক্ষণ বিমানটি। কিন্তু মিনিটের মধ্যে বদলে যায় পরিস্থিতি। সরাসরি স্কুলের মধ্যে ভেঙে পড়ে সেটি। বায়ুসেনা তরফে জানা গিয়েছে, বিমানের মডেলের নাম এফটি-৭ বিজিআই। এটি একটি চিনা যুদ্ধবিমান। ‘যান্ত্রীক গোলযোগের’ কারণেই আকাশে ভেসে থাকতে পারে না বিমানটি। ফল আপাতত সকলের চোখের সামনে।

প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, এই বিমান বাংলাদেশের বায়ুসেনায় কবে সংযোজন হয়েছে, তার দিনক্ষণ না জানা গেলেও বায়ুসেনার দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, বিধ্বস্ত বিমানটি শুধুমাত্র প্রশিক্ষণরত পাইলটরাই ব্য়বহার করত। যা সম্ভবত ২০১৩ সালে চিনের থেকে বাংলাদেশের তৎকালীন সরকার কিনে আনে।

স্বল্প খরচে নির্মিত, এক ইঞ্জিনচালিত এই প্রশিক্ষণ যুদ্ধবিমান সোভিয়েত ইউনিয়নের মিগ-২১-এর প্রযুক্তিতে তৈরি। ১৯৬৭ চিন এই বিমান তৈরি করে। তারপর থেকেই এফ ৭-এর বিভিন্ন সংস্করণ যার একটি এই এফটি-৭ একাধিক দেশকে বিক্রি করে থাকে তারা। বর্তমান বাংলাদেশের কাছে ২০১৩ সালে উৎপাদন বন্ধ হয়ে যাওয়া এফ-৭ সংস্করণের ১২০টি যুদ্ধবিমান রয়েছে।